কীভূত হচ্ছে জেবিবিএ

নিউইয়র্কে জ্যাকসন হাইটসে পথমেলা ৭ সেপ্টেম্বর

ডেস্ক রিপোর্ট
  ১৫ আগস্ট ২০২৪, ১৪:৩৮

নিউইয়র্কে বাংলাদেশি ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনে (জেবিবিএ) বিভক্তি আর থাকছে না। ১২ আগস্ট সোমবার দুই অংশের নেতারা সাংবাদিক সম্মেলনে প্রতিশ্রুতি দিয়েছেন- ৭ সেপ্টেম্বর শনিবার জ্যাকসন হাইটসে পথমেলা শেষ করে তারা একীভূত হবেন। তারা এও বললেন, বিভক্তির কারণে আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। বাংলাদেশি কমিউনিটি মূলধারায় অগ্রসর হতে পারছে না।জেবিবিএতে নেতৃত্বের বিরোধ প্রতিষ্ঠার পর থেকেই। তারপরও বাংলাদেশি ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় কাজ করছে সংগঠনটি। বিভিন্ন সময় একীভূত হওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু কিছু দুষ্ট লোকের কারণে তা সম্ভব হয়নি। জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে জেবিবিএ নেতৃবৃন্দ এ প্রসঙ্গে বলেন, যারা একীভূত হওয়ার বিরোধিতা করে আসছেন তারা অনেক আগেই ব্যবসা থেকে অবসর নিয়েছেন। কিন্তু তাদের ভিক্তির অভ্যাসটা যায়নি। এখন সময় এসেছে তাদের জেবিবিএ থেকে অবসরে পাঠানোর।
জেবিবিএ’র একাংশের সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান ও মোহাম্মদ আলী নমির যৌথ সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন একাংশের সভাপতি হারুণ ভূইয়া, আরেক অংশের সভাপতি গিয়াস আহমেদ, বশিষ্ট ব্যবসায়ী আসেফ বারী টুটুল, একাংশের সাধারণ সম্পাদক তারেক হাসান খান, একাংশের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, সাবেক সভাপতি জাকারিয়া মাসুদ জিকো ও শাহনেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক আবুলফজল দিদারুল ইসলাম প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৭ সেপ্টেম্বর শনিবার জ্যাকসন হাইটসে পথমেলা করবে একীভূত জেবিবিএ। এজন্য কামরুজ্জামান কামরুলকে আহ্বায়ক এবং তারেক হাসান খানকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি করা হয়েছে। মেলায় সাংস্কৃতিক পর্বে দেশ ও প্রবাসের শিল্পীরা অংশ নেবেন। এছাড়া থাকবে শতাধিক স্টল। এসব স্টলে থাককে পোশাক, জুয়েলারি ও মজাদার বাঙালি খাবার। শিগগিরই শুরু হবে স্টল বুকিং। সংবাদ সম্মেলনে জেবিবিএ নেতৃবৃন্দ প্রতিশ্রুতি দেন, মেলা শেষে দুই জেবিবিএ একীভূত হবে। যৌথভাবে পথমেলা আয়োজন একীভূত হওয়া প্রাথমিক ধাপ। সংবাদ সম্মেলনে সাংবাদিক ছাড়াও জেবিবিএর সদস্য বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।