রিপাবলিকান ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী জেমস ভ্যানস বলেছেন, তিনি আগামী পয়লা অক্টোবর ডোমোক্র্যাটিক ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী টিম ওয়াল্টজের সঙ্গে টেলিভিশন বিতর্ক করবেন। ওয়াল্টজ একই দিনে আগামী পয়লা অক্টোবর বিতর্কে অংশ নিতে তার ইচ্ছার কথা প্রকাশ করেন। তিনি সামাজিক যোগাযোগ-মাধ্যমে বলেন, ‘ভ্যান্স, আপনার সঙ্গে পয়লা অক্টোবর দেখা হবে।’
জেমস ভ্যানস ওয়াল্টজের পোস্টটি পুনঃটুইট করেন এবং বিতর্কে অংশ নিতে নিজের সম্মতির কথা জানান। সিএনএনের উদ্যোগে আয়োজিত আগামী ১৮ সেপ্টেম্বরের বিতর্কে অংশ নেয়ার আগ্রহও প্রকাশ করেন ভ্যানস। তবে, এই প্রস্তাবে এখনও সাড়া দেননি ওয়াল্টজ।