যুক্তরাষ্ট্রে ৬ নভেম্বর থেকে ডে-লাইট সেভিংস টাইম শেষ হচ্ছে। তাই ৫ নভেম্বর (শনিবার) দিবাগত রাত দু’টায় ঘড়ির কাঁটা এক ঘন্টা পিছিয়ে ১টা বাজাতে হবে। অর্থাৎ তখন থেকে স্ট্যান্ডার্ড টাইমে প্রত্যাবর্তন করবেন আমেরিকানরা। গত ১৩ মার্চ ডে-লাইট শেভিং টাইম শুরু হয়েছিল।
‘ডে-লাইট সেভিং’ নামে ঘড়ির কাঁটা এগিয়ে নেয়া বা গ্রীষ্মকালের পর এক ঘণ্টা পিছিয়ে নেয়া আমেরিকার শতাব্দী-প্রাচীন ঐতিহ্য। প্রথম মহাযুদ্ধের সময় আমেরিকা এবং ইউরোপের একাংশজুড়ে দিনের আলো সাশ্রয়ের লক্ষ্যে ‘ডে লাইট সেভিং’ চালু হয়। ১৯১৮ সালে ইউএস কংগ্রেসে এ নিয়ে বিল উপস্থাপন করে দিনের আলো সাশ্রয়ের এ নিয়ম গৃহীত হয়। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে অ্যারিজোনা এবং হাওয়াই ছাড়া ৪৮টি অঙ্গরাজ্যে ‘ডে-লাইট সেভিং’ চালু আছে। বর্তমানে বিশ্বের ৭০টি দেশে পুরোপুরি না হলেও আংশিকভাবে চালু আছে এ নিয়মটি।
যুক্তরাষ্ট্রে ডে-লাইট সেভিংয়ের সময়সূচি চালুর ফলে বাংলাদেশে যখন দুপুর ১২টা বাজবে, নিউইয়র্কে তখন হবে রাত ১টা। আগামী বছরের ১২ মার্চ থেকে আবার ডে-লাইট সেভিংস টাইম শুরু হবে। তখন আবার ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নেয়া হবে।