কর্মজীবী মানুষের পরিশ্রম ও অবদানে শহরটি চলে-এরিক অ্যাডামস্

ডেস্ক রিপোর্ট
  ২১ আগস্ট ২০২৪, ১৪:৪৭

নিউইয়র্কবাসীদের আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট পেতে বিনামূল্যে পরিবেষেবা দিয়ে যাচ্ছে অ্যাডামস্ প্রসাশন। জননিরাপত্তা, ব্যবসা, আতিথেয়তা, স্বাস্থ্যসেবা এবং আরও অনেক কিছুতে কর্মজীবী ​​মানুষের কাজ, শ্রম এবং অবদানের কারণে সম্প্রদায় ও শহরের সমৃদ্ধি ও সুশৃঙ্খলতা চলে বলে বিশ্বাস করেন সিটি মেয়র এরিক অ্যাডামস্। অ্যাডামস্  মনে করেন, কর্মজীবী ​​মানুষ এবং তাদের পরিবারের সফল হওয়ার জন্য নানা ধরনের সুযোগ সুবিধা থাকা উচিত। সোমবার, ১৯ আগস্ট কমিউনিটি অপ:এড-এ অ্যাডামস্ বলেন, 'এ কারণেই আমরা শহর যা প্রতিটি পাড়ায় এবং সম্প্রদায়ের জন্য সুযোগ বৃদ্ধি প্রসারিত করতে, আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট (EITC) এর বিষয়টাকে মূল্যায়ন করেছি যাতে নিউ ইয়র্কবাসীদের পকেটে আরও বেশি অর্থ ঢোকানো যায়।' 
EITC হল সবচেয়ে কার্যকর সহায়তা প্রোগ্রামগুলির মধ্যে একটি যা নিম্ন-আয়ের পরিবার এবং কর্মীদের সাফল্যের ক্ষেত্রে সহায়তা করে। কর্মজীবী-শ্রেণির নিউ ইয়র্কবাসী, বিশেষ করে যাদের ঘরে বাচ্চা আছে, তারা যেন তাদের ন্যায্য অংশ পান তা নিশ্চিত করতে এটি একটি সহজ উপায়। অ্যাডামস্ বলেন, 'আমার মা, আমাকে এবং আমার ভাইবোনদের সমর্থন করতে একজন ক্লিনার হিসাবে ডাবল শিফটে কাজ করতেন। আজ হাজার হাজার নিউ ইয়র্কবাসী একই কাজ করছে। কিন্তু এই ট্যাক্স ক্রেডিটের সাহায্য তাদের সন্তানদের জন্য বাড়তি সুবিধা সরবরাহ করতে পারছে।' তিনি আরো বলেন, '১৯৭৫ সাল থেকেই EITC আমেরিকানদের পকেটে কিছু বাড়তি টাকা রাখছে। তবে এটির জন্য শহরবাসীর যোগ্যতা বাড়ানো এবং অ্যাক্সেস উন্নত করা দরকার ছিল। এ কারণেই আমি মেয়র পদে আসার পরই EITC সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছিলাম। দুই বছর আগে, প্রথমবারের মতো আমি প্রোগ্রামটি প্রসারিত করতে আলবেনিতে আমার সহকর্মীদের সাথে আলোচনায় অংশ নিয়েছিলাম। তারপর থেকে, EITC নিউ ইয়র্কবাসীদের জীবনে যথেষ্ট প্রভাব ফেলেছে। আমাদের অ্যাডভোকেসি এবং অংশীদারিত্বের কারণে ট্যাক্স সিজন ২০২৩-এ আগের বছরের তুলনায় নিউ ইয়র্কবাসীদের অতিরিক্ত $২৮০ মিলিয়ন ফেরত দিতে সক্ষম হয়েছি। নিম্ন-আয়ের সম্প্রদায়ের মধ্যে ৭ লাখ ৪৬ হাজার নিউ ইয়র্কবাসী মোট $৩৪৫  মিলিয়ন পেয়েছে এবং ফাইলারদের জন্য প্রাপ্ত অর্থের গড় পরিমাণ ৩৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই অর্থ নিউ ইয়র্কবাসীদের বিল পরিশোধ করতে, বাড়ি ভাড়া সহ খাদ্য সামগ্রী কিনতে সাহায্য করেছে।'  অ্যাডামস্ প্রশাসন, নিউ ইয়র্কবাসীদের এই সুবিধা পেতে নানা তথ্য সর্বরাহ করছে। শহরবাসীকে নিজেদের যোগ্যতা সম্পর্কে জানতে এবং এই সুবিধাটি দাবি করার জন্য প্রয়োজনীয় সংস্থানগুলিতে যোগাযোগ করতে সহায়তা করছে। একারণে অনেক নিউ ইয়র্কবাসী পাঁচটি বরো জুড়ে NYC Tax Prep এর সন্ধান পেয়েছে যেখানে তারা EITC-এর জন্য বিনামূল্যে আবেদন করতে পেরেছে। এখানে ট্যাক্স প্রস্তুতকারীরা কর্মজীবী-শ্রেণির নিউ ইয়র্কবাসীরা EITC পাওয়ার যোগ্যতা অর্জন করতে সাহায্য করে। অ্যাডামস্ পরামর্শ দেন, কেউ এই ক্যাশব্যাকের জন্য যোগ্য কিনা তা দেখতে nyc.gov/getcredit-এ যেতে পারেন। এখানে নিউ ইয়র্কবাসীরা বিনামূল্যে তাদের ট্যাক্স জমা দিতে পারবে। অথবা যেকোনো একটি অবস্থানেও শহরবাসী যেতে পারেন কিংবা getyourrefund.org/nyc-এ অনলাইনে সাহায্য পেতে পারেন। অ্যাডামস্ বলেন, 'EITC-এর উদ্দেশ্য হল কর্মজীবী ​​মানুষের হাতে তাদের পরিশ্রমের কিছু টাকা ফেরত দেওয়া, যাতে তারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ শহরে বসবাসের সামর্থ্য বজায় রাখতে পারে। নিউ ইয়র্কবাসীর নিত্য পরিশ্রমের কথা আমি জানি। কিন্তু অনেকেই মনে করে যে, সুবিধাগুলি তাদের বিরুদ্ধে স্তুপীকৃত এবং তাদের স্বপ্নগুলি পূরণের প্রত্যাশা নাগালের বাইরে। কিন্তু জেনে রাখবেন, আমাদের প্রশাসন সব নিউইয়র্কবাসীর জন্য আমেরিকান স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রতিদিন কঠোর পরিশ্রম করে যাচ্ছে। দায়িত্বের প্রথম দিন থেকেই আমরা জননিরাপত্তা রক্ষা, অর্থনীতির পুনর্গঠন এবং এই শহরটিকে আরও সাশ্রয়ী এবং শ্রমজীবী ​​নিউ ইয়র্কবাসীদের জন্য বাসযোগ্য করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।'