ডোনাল্ড ট্রাম্পকে খুনের হুমকি দিয়ে গ্রেপ্তার প্রৌঢ়

ডেস্ক রিপোর্ট
  ২৫ আগস্ট ২০২৪, ২৩:৫৫

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক প্রৌঢ়। মার্কিন পুলিশের হাতে আটক ওই প্রৌঢ় আমেরিকার অ্যারিজোনার বাসিন্দা।
রয়টার্স সূত্রে খবর, অ্যারিজোনার কোচিস কাউন্টিতে প্রচার করতে বেরোন ট্রাম্প। পাশাপাশি আমেরিকা-মেক্সিকো সীমান্তও ঘুরে দেখেন তিনি। সেসময়ই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ট্রাম্পকে প্রাণে মেরে ফেলার হুমকি। এই কাণ্ড ঘটিয়েছেন রোনাল্ড লি সিভরুড নামে ৬৬ বছরের এক প্রৌঢ়। বিষয়টি জানতে পেরেই সিভরুডকে গ্রেপ্তার করে মার্কিন পুলিশ। কোর্টে তোলা পর্যন্ত এখন তিনি হেফাজতেই থাকবেন।
উল্লেখ্য, গত জুলাই মাসে পেনসিলভ্যানিয়ার বাটলারে নির্বাচনী জনসভায় গিয়ে হামলার শিকার হন ট্রাম্প। তাকে লক্ষ্য করে গুলি চালায় টমাস ম্যাথিউ ক্রুকস নামে বছর কুড়ির এক তরুণ। কান ছুঁয়ে গুলি বেরিয়ে যায় ট্রাম্পের।
যদিও ঘটনাস্থলেই মার্কিন সিক্রেট সার্ভিসের স্নাইপারের গুলিতে নিহত হয় টমাস। ট্রাম্পের ওপর হামলার ঘটনার নিন্দা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন-সহ বিভিন্ন রাষ্ট্রনেতারা। ফের আরও একবার হুমকির মুখে ডোনাল্ড ট্রাম্প। এ প্রসঙ্গে তিনি  জানিয়েছেন, ‘আমি এতে অবাক হই না। কারণ আমি এমন কিছু করতে চাই যা খারাপ লোকদের জন্য খুবই খারাপ হবে।’ 
আগামী ৫ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। এর আগে আগস্ট মাসে ডেমোক্র্যাট প্রার্থী তথা মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে প্রাণনাশের হুমকি দেয়ায় ভার্জিনিয়া থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।