যুক্তরাষ্ট্রে গত মঙ্গলবার অনুষ্ঠিত পার্লামেন্টের মধ্যবর্তী নির্বাচনের ফল আসতে শুরু করেছে। এখনো চূড়ান্ত ফল ঘোষণা না হলেও পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ কাদের দখলে যাচ্ছে তার একটি স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে। সিএনএন, রয়টার্স, এএফপি, বিবিসিসহ শীর্ষ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে- হাউসের নিম্নকক্ষের অধিকার যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি আবার ফিতে পেতে যাচ্ছে ভোটের ফলে, তা একরকম নিশ্চিত হয়ে গেছে। অর্থাৎ ২০২৪ সালে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে জনপ্রিয়তা যাচাইয়ের দৌড়ে বড় ধরনের ধাক্কা খাচ্ছেন ডেমোক্র্যাট দলের নেতা ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠের অধিকার হারালে আসছে দিনগুলোয় যে কোনো ইস্যু পার্লামেন্টে পাস করাতে বারবার রিপাবলিকানদের বিরোধিতার মুখোমুখি হতে হবে বাইডেন প্রশাসনকে। তবে পার্লামেন্টের উচ্চকক্ষের অধিকার নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এখন দেখার বিষয়- সেখানেও শেষ পর্যন্ত রিপাবলিকানরা বাজিমাত করেন, নাকি ডেমোক্র্যাটরা নিজেদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখেন।
গত মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসন এবং সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৫টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট হয়েছে ৩৬ জন গভর্নর নির্বাচনেও। বাংলাদেশ সময় গতকাল বুধবার রাত ১২টা পর্যন্ত সিএনএনে প্রকাশিত ফলে দেখা গেছে- ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের মধ্যেই সিনেটে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এর মধ্যে ৪৯টি আসন ধরে রেখে সিনেটেও এগিয়ে রিপাবলিকান দল।
তাদের চেয়ে একটি আসনে পিছিয়ে অর্থাৎ ৪৮টি আসন ধরে রেখেছে ডেমোক্র্যাটরা। সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে একটি দলের ৫০টি আসন প্রয়োজন হয়।
নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের দখলও যে রিপাবলিকানরা ফিরে পেতে চলেছেন, তা একরকম নিশ্চিত। ভোট হওয়া ৪৩৫ আসনের মধ্যে গতকাল রাত পর্যন্ত রিপাবলিকানরা ২০৩টিতে জয়লাভ করেছেন। ডেমোক্র্যাটদের আসন সংখ্যা ১৮৭টি। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণের জন্য দরকার ২১৮ আসন। বিদায়ী প্রতিনিধি পরিষদে ২২০ জন ডেমোক্র্যাট সদস্য ও ২১২ জন ছিলেন রিপাবলিকান।
প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারানোর পাশাপাশি একাধিক প্রদেশের গভর্নর নির্বাচনেও বড় ধাক্কা খেয়েছে বাইডেনের দল। এখন পর্যন্ত ফ্লোরিডা, ওহিও, অ্যালাবামা, ওকলাহোমা, টেক্সাসের মতো গুরুত্বপূর্ণ ২৪টি অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থীরা। অন্যদিকে ক্যালিফোর্নিয়া, মিনেসোটা, নিউ মেক্সিকো, মিশিগান, কলোরাডোসহ মোট ২১টি রাজ্যে ডেমোক্র্যাট প্রার্থীরা গভর্নর নির্বাচিত হয়েছেন। তবে এখনো ইন্ডিয়ানা, পশ্চিম ভার্জিনিয়া, উত্তর ক্যারোলাইনা, উটাহ, নেভাদা, মন্টানা, নর্থ ডেকোটার মতো রাজ্যগুলোর ফল বের হয়নি।
এদিকে প্রতিনিধি পরিষদ ফের দখলে নেওয়ার মধ্যেও নির্বাচন নিয়ে সরকারের প্রতি ষড়যন্ত্রের অভিযোগ করেছেন রিপাবলিকান নেতা ও সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। দেশজুড়ে ভোটে নানা অনিয়মের অভিযোগ তুলে মঙ্গলবার এক ভিডিওবার্তায় ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটরা ইচ্ছা করে ভোটে দেরি করছে, যাতে রিপাবলিকান ভোটাররা ভোট দিতে না পারেন। এ জন্য তারা খুবই অসৎ পদ্ধতি অনুসরণ করছে। বিভিন্ন কেন্দ্রে ব্যালট সংকট হয়েছে। অ্যারিজোনা রাজ্যে ভোটিং মেশিন ঠিকমতো কাজ করছে না। ফলে অনেক রিপাবলিকান ভোটার ভোট না দিয়ে বাড়ি চলে গেছেন।