ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিপুল সংখ্যক মানুষের অংশ গ্রহণে ২৪ সেপ্টেম্বর শনিবার মিশিগানের হ্যামট্রাম্যাক শহরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্টিত হয়। শোভাযাত্রাটির আয়োজন করে ডেট্রয়েট দুর্গা টেম্পল। হ্যামট্রাম্যাক হাই স্কুলের পার্কিং লট থেকে বিকেল ৬টায় শোভাযাত্রা শুরু হয়, শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে একই স্থানে এসে শেষ হয়। মিশিগানের বিভিন্ন শহর ডেট্রয়েট, ট্রয়, স্টার্লিং হাইটস, মেডিসন হাইটস, শিলভী টাউনশিপ, রয়েল অকসহ বিভিন্ন স্থান থেকে বিকেল থেকেই অনুষ্ঠানস্থলে লোকজন সমবেত হন। দুর্গা মন্দিরের প্রধান পুরোহিত পারিন্দ্র চক্রবর্তী বিভিন্ন মাঙ্গলিক ক্রিয়া কর্মকান্ডসহ বিশেষ পূজা, অর্চনা করেন।পূজার পর শোভাযাত্রা শুরু হয়। এতে উপস্থিত ছিলেন ভারত থেকে আগত শ্রীল প্রভুপাদ নিত্য গোপাল গোস্বামী। শোভাযাত্রায় ভক্তবৃন্দরা ঢাক ঢোল, কাশর, শঙ্খ, করতাল বাজিয়ে নেচে গেয়ে কীর্তন পরিবেশন করে হ্যামট্রাম্যাক হাই স্কুলের পার্কিং লটে এসে শেষ হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসময় রাস্তার দুপাশ থেকে হাত নাড়িয়ে স্বাগত জানান অনেক মানুষ। কেউ কেউ গাড়ীর হর্ণ বাজিয়ে শোভাযাত্রায় অংশ গ্রহণকারীদেরে উৎসাহিত করেন। ভক্তবৃন্দরা শ্রীকৃষ্ণের বিভিন্ন বর্ণের প্লেকার্ড, ফ্যাষ্টুন হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। উল্লেখযোগ্য সংখ্যক শিশু কিশোররাও এ শোভাযাত্রায় অংশ গ্রহণ করে। শোভাযাত্রায় বিপুল সংখ্যক নারীরা অংশ গ্রহণ করেন। শোভাযাত্রা চলাকালীন সময় শহরের যান চলাচল নিয়ন্ত্রণ করেন হ্যামট্রাম্যাক পুলিশ।