সংকটে ট্রাম্প 

দায়মুক্তি পাওয়া মামলায় নতুন অভিযোগ

ডেস্ক রিপোর্ট
  ২৯ আগস্ট ২০২৪, ২০:১১
আপডেট  : ২৯ আগস্ট ২০২৪, ২০:১২

যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্টের মাধ্যমে দায়মুক্তি পাওয়া মামলায় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নতুন অভিযোগ আনা হয়েছে। এ নিয়ে নতুন সংকটে পড়েছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় করা মামলায় আগে প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করা হলেও নতুন অভিযোগে ট্রাম্পকে ‘রাজনৈতিক নেতা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না তা-ও চ্যালেঞ্জ করা হয়েছে। 
নতুন অভিযোগের কঠোর সমালোচনা করে ট্রাম্প বলেন, পুরো মামলাটি সুপ্রিম কোর্টের দায়মুক্তির রায়ের ভিত্তিতেই পরিচালিত হতে হবে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে পাশ কাটানোর জন্য স্মিথ একই মামলা নতুন করে উত্থাপন করেছেন। এদিকে ক্যাপিটল হিলে ঢোকা প্রথম দাঙ্গাকারীকে সাজা দেওয়া হয়েছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনের ফল পালটে দিতে ষড়যন্ত্রের মামলায় আরেকটি নতুন অভিযোগ আনা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার এ অভিযোগটি আনেন মার্কিন বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ। 
গত বছর ট্রাম্পের বিরুদ্ধে এ মামলাটি হয়েছিল। এতে তখন মোট চারটি অভিযোগ ছিল। তবে নতুন ‘সংশোধিত’ অভিযোগে আগের চারটি অভিযোগ থাকলেও সেগুলোর আওতা কমানো হয়েছে। নতুন অভিযোগের বিশেষ দিক হলো ট্রাম্পকে সাবেক প্রেসিডেন্ট হিসেবে নয়, বরং আমেরিকায় অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে এক জন রাজনৈতিক নেতা হিসেবে তার পুনরায় নির্বাচিত হতে চাওয়াকে চ্যালেঞ্জ করা হয়েছে। আগামী ৫ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর প্রেসিডেন্ট হিসেবে লড়াই করছেন ট্রাম্প।
ওয়াশিংটনের জেলা বিচারক তানিয়া চুটকান নতুন অভিযোগ নিয়ে শুনানি করবেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনি এ শুনানি করবেন বলে আশা করা হচ্ছে। এর আগে এ মামলায় গত পহেলা জুলাই ট্রাম্পকে দায়মুক্তি দেয় মার্কিন সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্ট হিসেবে সাংবিধানিক ক্ষমতাবলে তিনি এ দায়মুক্তি লাভ করেন বলে জানিয়েছিল দেশটির সর্বোচ্চ আদালত। তাই সুপ্রিম কোর্টের এ দায়মুক্তির রায়ের ওপর ভিত্তি করেই নতুন অভিযোগের শুনানি করবেন জেলা বিচারক তানিয়া চুটকান। তবে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ মামলার বিচারকাজ এগোবে না বলে ধারণা করা হচ্ছে।
ক্যাপিটল দাঙ্গায় জড়িত মাইকেল স্পার্কসকে সাজা দিলে যুক্তরাষ্ট্রের আদালতের। ২০২১ সালে স্পার্কস প্রথম ক্যাপিটলে ঢোকেন। ক্যাপিটলে বেআইনিভাবে ঢুকে দাঙ্গা করার অপরাধে মাইকেল স্পার্কসের ৫৩ মাসের জেল ও ২ হাজার ডলার জরিমানা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪৭ বছর বয়সি স্পার্কস  ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলের দাঙ্গাকারীদের মধ্যে প্রথম ভেতরে ঢুকেছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচারক টিমোথি কেলি তার রায়ে বলেছেন, জনসাধারণের প্রবেশ যেখানে নিয়ন্ত্রিত, সে জায়গায় ঢুকে নাশকতামূলক কাজ করার জন্য এবং নাগরিক অস্থিরতা তৈরির জন্য স্পার্কসকে ৫৩ মাসের কারাদণ্ড ও ২ হাজার ডলার জরিমানা করা হয়েছে। —রয়টার্স ও ডয়চেভেলে