নিউইয়র্ক শহরের স্কুলে শিক্ষার্থীদের সেলফোন ব্যবহার সীমিত করার পরিকল্পনা এখনই বাস্তবায়ন করছে না সিটি কর্তৃপক্ষ। কৌশলগত কিছু কারণে এই পরিকল্পনাটি বাস্তবায়নে কিছুটা বিলম্ব করা হচ্ছে। প্রাথমিকভাবে ধাপে ধাপে সেলফোন নিষিদ্ধ করার চিন্তাও করছে সিটি কর্তৃপক্ষ।
সিটি মেয়র এরিক অ্যাডামস বলেন, স্কুলগুলিতে কিছু স্তরের ফোন বিধিনিষেধ প্রয়োগ করা হবে। তবে কর্মকর্তাদের পরিকল্পনাটি নিখুঁত করার জন্য সময় প্রয়োজন। কৌশলগত কিছু কারণে সেলফোন নিষিদ্ধ করার পরিকল্পনাটি বাস্তবায়নে একটু বিলম্ব করা হচ্ছে।
অ্যাডামস বলেন, নিষেধাজ্ঞার বিষয়ে প্রশাসন বিশদ বিবরণ তৈরি করেছে। তবে ক্লাসরুম থেকে শেখার বিভ্রান্তি অবশ্যই সরিয়ে ফেলতে হবে।
তিনি বলেন, এই মুহুর্তে এমন কিছু স্কুল রয়েছে যেখানে ইতিমধ্যেই সেলফোনে নিষেধাজ্ঞা রয়েছে৷ কিন্তু সব স্কুলে নিষেধাজ্ঞা দিতে কিছুটা সময় লাগবে। আমরা এ বিষয়ে পিতামাতার মতামতও নেব। আর এটা নিশ্চিত করতে চাই যে তারাও বোর্ডে রয়েছেন
এর আগে গত মে মাসে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় নিউইয়র্কের স্কুলগুলোতে স্মার্টফোন নিষিদ্ধের পরিকল্পনা নেয় কর্তৃপক্ষ। খুব শিঘ্রই এই সংক্রান্ত বিধিনিষেধ জারি করার কথাও জানায় কর্তৃপক্ষ। এর আগে গত বছর ফ্লোরিডায় পাবলিক বিদ্যালয়গুলোতে স্মার্টফোন নিষিদ্ধে ঘোষণা করা হয়।
এসব বিষয় নিয়ে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল তখন জানিয়েছিলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীরা অত্যাধিক মাত্রায় স্মার্টফোনের প্রতি আসক্ত হয়ে আছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম বা গেইমস নিয়ে সার্বক্ষণিক পড়ে থাকে। এমনটা হলে কি তাদের পক্ষে মনযোগ দিয়ে পড়াশোনা সম্ভব? নিশ্চই না!
তিনি বলেন, এভাবে স্মার্টফোন আসক্তি যেমন শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট করছে তেমনি তাদের মানসিক স্বাস্থ্যের ওপরও বিরূপ প্রভাব ফেলছে। তাই আমরা পরিকল্পনা করছি রাজ্যের স্কুলগুলোতে স্মার্টফোন নিষিদ্ধ করার।