চলতি বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এতে সাবেক প্রেসিডেন্ট রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্ব›িদ্বতা করতে যাচ্ছেন বর্তমান ডেমোক্র্যাটিক দলের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এই দুজনের মধ্যে কার প্রতি ভোটারদের সমর্থন বেশি, সে বিষয়ে জরিপ চালিয়েছে সংবাদমাধ্যম ইউএস টুডে। জরিপের ফলাফলে দেখা গেছে, ডেমোক্রেটের কমলা হ্যারিস রিপাবলিকানের ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে আছেন। এর মধ্যে কমলা ভোট পেয়েছেন প্রায় ৪৮ শতাংশ এবং ট্রাম্প পেয়েছেন ৪৩ শতাংশ।
গত রবিবার থেকে বুধবার ল্যান্ডলাইন এবং সেলফোনের মাধ্যমে এক হাজার জন সম্ভাব্য ভোটার জরিপে অংশ নেন। বলা হচ্ছে, এই ফলাফল জুনের শেষের দিকের জরিপের ফলাফলকে উল্টে দিয়েছে। তখনকার জরিপে রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ও তৎকালীন ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের চেয়ে প্রায় চার পয়েন্টে এগিয়ে ছিলেন। কমলা হ্যারিসের এই অগ্রগতি হিস্পানিক, কৃষ্ণাঙ্গ ভোটার ও তরুণসহ ডেমোক্রেটদের জন্য ঐতিহ্যগতভাবে গুরুত্বপূর্ণ কিছু জনগোষ্ঠীর মধ্যে বড় পরিবর্তনের ফলে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিম্ন আয়ের ভোটাররা এখন কমলা হ্যারিসকে ৫৮ শতাংশ এবং ট্রাম্পকে ৩৫ শতাংশ সমর্থন করেন।
ইউএস টুডের জরিপে দেখা যায়, ১৮ থেকে ৩৪ বছর বয়সী ভোটাররা ট্রাম্পকে ১১ পয়েন্ট থেকে হ্যারিসকে ১৩ পয়েন্টে সমর্থন করেছেন; কমলার ভোট ৪৯ শতাংশ এবং ট্রাম্পের ৩৬ শতাংশ। হিস্পানিক ভোটারদের একটি গ্রæপ ট্রাম্পকে সমর্থন করা থেকে দুই পয়েন্ট এগিয়ে হ্যারিসকে সমর্থন করেছে ১৬ পয়েন্টে; এক্ষেত্রে কমলা পেয়েছেন ৫৩ শতাংশ ভোট এবং ট্রাম্প ৩৭ শতাংশ। অন্যদিকে কৃষ্ণাঙ্গ ভোটাররা বাইডেনকে ৪৭ পয়েন্টে সমর্থন করেছিলেন, এখন কমলার প্রতি তাদের সমর্থন ৬৪ পয়েন্টে এগিয়ে আছে। এর বাইরে নারীরাও কমলার প্রতি সমর্থন বাড়িয়েছেন।
বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর পর থেকেই ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ঘিরে ভোটারদের মধ্যে নতুন উৎসাহ তৈরি হয়েছে। গত বৃহস্পতিবারও রয়টার্স/ইপসোস পরিচালিত জরিপে দেখা গেছে, ট্রাম্পের চেয়ে চার পয়েন্টে এগিয়ে রয়েছেন হ্যারিস। ট্রাম্পের জনপ্রিয়তা ৪১ শতাংশ, আর হ্যারিসের জনপ্রিয়তা ৪৫ শতাংশ। তরুণ ভোটাররা ৮১ বছর বয়সী জো বাইডেন ও ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৫৯ বছর বয়সী কমলা হ্যারিসকেই বেশি পছন্দ করছেন।