২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন করবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  ১৬ নভেম্বর ২০২২, ১১:২৭

২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ফ্লোরিডার পাম বিচের বিলাসবহুল বাড়ি মার-আ-লাগো থেকে ট্রাম্প এ ঘোষণা দেন। আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। 
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার রাতে ট্রাম্পের একজন সহকারী মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনে এ সম্পর্কিত কাগজপত্র জমা দিয়েছেন।
সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প বলেছেন, ‘যুক্তরাষ্ট্রকে আবার মহান ও গৌরবময় করার জন্য আমি আজ প্রেসিডেন্ট পদে আমার প্রার্থিতা ঘোষণা করছি। আমেরিকার প্রত্যাবর্তন এখনই শুরু হচ্ছে। আমরা আবার আমেরিকাকে এক নম্বরে রাখব।’
তিনি বলেন, ‘এখন থেকে ২০২৪ সালে নির্বাচনের দিন পর্যন্ত... আমি এমনভাবে লড়ব, যেভাবে কেউ কখনো লড়েনি। আমরা কট্টর বামপন্থী ডেমোক্র্যাটদের পরাজিত করব, যারা আমাদের দেশকে ভেতর থেকে ধ্বংসের চেষ্টা করছে।’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রচারণাকালে ট্রাম্প আবারও প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার আভাস দিয়েছিলেন। এবার তিনি আনুষ্ঠানিক ঘোষণা দিলেন।
এর আগে ২০২০ সালের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হেরে যান ট্রাম্প। আগামী নির্বাচনে জিতলে ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় প্রেসিডেন্ট।