নিউইয়র্ক স্টেটের গভর্নর হকুল ও ক্যুমো’র সাবেক সহকারি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪৮

নিউইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি সি হকুল এবং সাবেক গভর্নর অ্যান্ড্রু ক্যুমোর প্রাক্তণ ডেপুটি চিফ অফ স্টাফ লিন্ডা সান ও তার স্বামীকে গত মঙ্গলবার গ্রেফতার করেছে এফবিআই। নিউইয়র্ক টাইমসের এক রিপোর্টে বলা হয়েছে যে, মঙ্গলবার ভোরে এফবিআই এজেন্টরা লিন্ডা সানের লং আইল্যান্ডের নর্থ শোরের বাড়ি থেকে গ্রেফতার করে। বাড়িটি একটি রাস্তার শেষ প্রান্তে অবস্থিত।
ব্রুকলিনের ফেডারেল প্রসিকিউটররা আশা করছেন যে তারা একজন বিচারকের সামনে তাদের হাজির করবেন তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ উপস্থাপন করার জন্য। গ্রেফতারের আগে এমন কোনো আভাস দেওয়া হয়নি যে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে। তবে নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নির অফিসের একজন মুখপাত্র নিউইয়র্ক টাইমসকে নিশ্চিত করেছেন যে লিণ্ডা সান ও তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে ব্রুকলিনের ফেডারেল বিচারকের সামনে হাজির করা হবে। সাংবাদিকরা অভিযুক্ত লিণ্ডা বা তার স্বামীর সাথে যোগাযোগ করতে পারেননি যে তারা তাদের পক্ষে কোনো আইনজীবী নিয়োগ করেছেন কিনা।
রিপোর্টে বলা হয়েছে যে, ছয় সপ্তাহ আগে এক ভোরে এফবিআই এজেন্টরা লং আইল্যান্ডের নর্থ শোরের ম্যানহাসেটের কানা গলির বাড়িটিতে যায়। পাঁচ বেডরুম বিশিষ্ট সাড়ে তিন মিলিয়ন ডলারের বাড়িতে তল্লাশি চালিয়ে তারা যে অপরাধের অভিযোগ তদন্ত করছিলেন তার কোনো আলামত দেখতে পাননি, বরং তাদের ধারণা অস্পষ্ট ছিল। এ অভিযানের পরে নিউইয়র্ক টাইমস এফবিআই এর কারো কাছ থেকে কোনো মন্তব্য জানতে পারেনি। তারা ভয়েস মেইল ​​এবং টেক্সট বার্তার জবাব দেয়নি। উল্লেখ্য, গভর্নরের ডেপুটি চিফ অফ স্টাফ লিন্ডা সান প্রায় ১৪ বছর স্টেট সরকারে কাজ করেছেন। লেজিসলেটিভ শাখা থেকে কাজ শুরু করে তিনি বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
তিনি অ্যাসেম্বলিওম্যান গ্রেস মেং এর চিফ অফ স্টাফ হিসেবে তিনি কাজ করেন। গ্রেস মেং বর্তমানে একজন কংগ্রেসওম্যান। এরপর তিনি গভর্নর অ্যান্ড্রু এম ক্যুমো এবং মিসেস হকুলের প্রশাসনে বিভিন্ন পদে কাজ করেছেন। তিনি মূলত ব্যবসা উন্নয়ন, এশিয়ান আমেরিকান অ্যাফেয়ার্স এবং ডাইভার্সিটি, ইক্যুইটি, অন্তর্ভুক্তিমূলক বিষাদির সঙ্গে জড়িত ছিলেন।
ক্যাথি সি হকুল গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের ১৫ মাস পর গতবছরের নভেম্বর মাসে তিনি নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ লেবারের একটি পদে যোগ দেন। এর পাঁচ মাস পর তিনি লং আইল্যান্ডের কংগ্রেসনাল আসন থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী ডেমোক্রেট অস্টিন চেং এর ক্যাম্পেইন ম্যানেজারের দায়িত্ব পালন করেন। নির্বাচনে অস্টিন চেং জয়ী হতে পারেননি। গত জুলাই মাসে এফবিআই এর এ অভিযানের পর গভর্নর হকুলের মন্তব্য জানার জন্য তার প্রেস সেক্রেটারী অ্যাভি স্মলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
লিন্ডা সানের স্বামী হু সিটির কুইন্সে ফ্লাশিং এ লেভিন ওয়াইন এন্ড স্পিরিটি নামে একটি লিকার শপ পরিচালনা করেন। গত এক দশকে তিনি আরও বেশ কয়েকটি ব্যবসাও করেছেন, যার মধ্যে একটি ছিল ২০২০ সালে চালু করা একটি কোম্পানি, যেটি করোনাভাইরাস মহামারীর শুরুর দিকে ‘মেডিকেল সাপ্লাইস ইউএসএ এলএলসি’ ইনকর্পোরেড ছিল। তিনি আরও দুটি ব্যবসা শুরু করেছিলেন, একটি ২০১৬ সালে চালু করা ‘গোল্ডেন ক্যাপিটাল গ্রুপ এলএলসি’ এবং ২০২৩ সালে চালু করা ‘এলসিএ হোল্ডিংস এলএলসি’। যেসব ব্যবসার ধরন তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি।