নিউ ইয়র্কের বাসা থেকে ১৩ ফুট দীর্ঘ বার্মিজ অজগর উদ্ধার

ডেস্ক রিপোর্ট
  ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:২২

যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের অভিজাত এলাকায় এক ব্যক্তির বাসা থেকে ১৩ ফুট  দীর্ঘ বার্মিজ অজগর উদ্ধার করেছে স্থানীয় পরিবেশ সংরক্ষণ বিভাগ। ছোট একটি ট্যাংকে দ্রুত বেড়ে ওঠা সাপটি উদ্ধার করা হয়। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
পরিবেশ সংরক্ষণ বিভাগ জানিয়েছে, ২৮ আগস্ট নিউ হার্টফোর্ড এলাকা থেকে অবৈধভাবে একটি সাপ পালনের অভিযোগ পেয়ে তারা ঘটনাস্থলে যায়। পরিবেশ সংরক্ষণ পুলিশ কর্মকর্তা জেফ হাল ওই বাসায় উপস্থিত হয়ে দেখতে পান, ৪ থেকে ৫ ফুট একটি ট্যাংকে সাপটি রাখা হয়েছে।
সাপটির ওজন ৮০ পাউন্ড (৩৬ কেজি) এবং এর দৈর্ঘ্য ১৩ ফুট ২ ইঞ্চি । সাপটি সুস্থ ছিল এবং এখনও বাড়ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। পরে সাপটিকে রোমের ফোর্ট রিকি ডিসকভারি চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়, যেখানে এ ধরনের প্রাণী রাখার জন্য প্রয়োজনীয় অনুমতি রয়েছে।
সাপের মালিক জানিয়েছেন, তিনি সাপের দ্রুত বৃদ্ধি সম্পর্কে পূর্বাভাস পাননি। তার বিরুদ্ধে বন্যপ্রাণী পোষার অভিযোগে এবং বিপজ্জনক বন্যপ্রাণী অবৈধভাবে রাখার অভিযোগ দায়ের করা হয়েছে।
বার্মিজ অজগর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর স্থানীয় প্রজাতি। তবে যুক্তরাষ্ট্রে পোষ্য হিসেবে এই সাপ জনপ্রিয়তা পেয়েছে। ফ্লোরিডায় তারা আক্রমণাত্মক প্রজাতি হিসেবে বিবেচিত। এই প্রজাতির সাপ ১৬ ফুট  পর্যন্ত দীর্ঘ হতে পারে। নিউ ইয়র্কে উদ্ধারকৃত অজগরটি হলুদ রঙের এবং এর মাথায় তীরের মতো আকৃতি ছিল।