নিউইয়র্ক পুলিশ কমিশনারসহ অ্যাডামস প্রশাসনের ৪ সদস্যের বাড়িতে তল্লাশি

ডেস্ক রিপোর্ট
  ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫২
আপডেট  : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩:০৭

নিউ ইয়র্ক সিটি পুলিশ কমিশনারসহ অ্যাডামস প্রশাসনের চার সদস্যের বাড়িতে বুধবার সকালে তল্লাশি চালিয়েছে এফবিআই। ডেপুটি মেয়র শিনা রাইট ও সিটি ডেপুটি মেয়র ফিলিপ ব্যাঙ্কসের পাশাপাশি পুলিশ কমিশনার এডওয়ার্ড ক্যাবেন ও টিম পিয়ারসনের বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয়।
তদন্তের সঙ্গে জড়িত সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম নিউ ইয়র্ক ওয়ান জানিয়েছে, পুলিশ কমিশনার এডওয়ার্ড ক্যাবেন ও মেয়র এরিক অ্যাডামসের শীর্ষ সহযোগী টিম পিয়ারসনের বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট কার্যকর করা হয়েছে।
সূত্র বলছে, ফেডারেল তদন্তকারীরা ক্যাবেনের বাড়িতে তল্লাশি চালান এবং তার ফোন জব্দ করেন। এছাড়া এনওয়াইপিডির আরও কয়েকজন কর্মকর্তার কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস জব্দ করেছে এফবিআই।
ব্যাঙ্কস ও রাইটের তল্লাশির খবর প্রকাশের পর এ প্রসঙ্গে নিউ ইয়র্ক ওয়ানকে দেয়া এক বিবৃতিতে সিটি হলের চিফ কাউন্সেল লিসা জর্নবার্গ বলেছেন, অ্যাডামস প্রশাসনের এই চার সদস্যের বিরুদ্ধে তদন্তের ব্যাপারে আগে থেকে কোন ইঙ্গিত দেয়নি তদন্তকারীরা। তিনি দাবি করেন সাবেক পুলিশ সদস্য হিসেবে মেয়র তার সকল কর্মকর্তাদের সবসময় আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন।
এনওয়াইপিডির ডেপুটি কমিশনার ফর পাবলিক ইনফরমেশন তারিক শেপার্ড এক বিবৃতিতে বলেছেন, নিউইয়র্কের সাদার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস এই সার্চ ওয়ারেন্ট কার্যকরের আদেশ দেয়। এতে এনওয়াইপিডি সর্বাত্মক সহযোগিতা করছে বলেও জানান শেপার্ড।
বুধবার সকালে ব্যাঙ্কসের কুইন্সের বাড়িতে তল্লাশি চালায় এফবিআই। একই দিনে রাইটের ম্যানহাটনের বাড়িতেও অভিযান পরিচালনা করেন তদন্তকারীরা।
অপরদিকে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাডামস বলেছেন, এ প্রসঙ্গে সকল নিয়ম কানুন মেনে চলা ও প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত রয়েছেন তিনি।