আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে নিজ দল রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নাকি প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও তার স্ত্রী লরা।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একজন মুখপাত্র শনিবার (৭ সেপ্টেম্বর) এ তথ্য জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক এই মুখপাত্র বলেন, ‘তিনি (জর্জ ডব্লিউ বুশ) প্রেসিডেনশিয়াল রাজনীতি থেকে অনেক বছর আগেই অবসরে গেছেন।’
বুশের ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি ঘোষণা করেছেন, আগামী নির্বাচনে তিনি দলীয় সমর্থনের বাইরে গিয়ে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিসকে ভোট দেবেন। তার এমন ঘোষণার এক দিন পর সাবেক প্রেসিডেন্ট বুশের তরফে ওই ঘোষণা এল।
২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত বুশের আমলে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ডিক চেনি। গত শুক্রবার চেনি বলেন, ‘আমাদের জাতির ২৪৮ বছরের ইতিহাসে আমাদের এই প্রজাতন্ত্রের জন্য কখনো ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বড় হুমকি আর কেউ আসেননি।’
এদিকে কমলা গতকাল বলেছেন, তাকে ডিক চেনি ও তার (চেনির) মেয়ে লিজের সমর্থন দেওয়াটা রাজনৈতিক দলের চেয়ে দেশকে সামনে রাখার ক্ষেত্রে এক ‘সাহসী’ পদক্ষেপ।
অন্যদিকে চার বছর ট্রাম্পের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা মাইক পেন্স বলেছেন, তিনি তার সাবেক এ বসকে সমর্থন করবেন না। তবে কমলার প্রতিও সমর্থন জানাননি তিনি।