ট্রাম্পের নির্বাচনী ৯ নতুন পদক্ষেপ ঘোষণা

ডেস্ক রিপোর্ট
  ১০ সেপ্টেম্বর ২০২৪, ২০:০৪

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উইসকনসিনের মোসিনিতে একটি সমাবেশে ভাষণ দিতে গিয়ে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের তীব্র সমালোচনা করেন এবং ওয়াশিংটনের দুর্নীতি রোধে তার নয়টি পদক্ষেপ ঘোষণা করেন। তিনি সমর্থকদের বলেন, আমাদের দেশ এখন একটি ব্যর্থ জাতি। ট্রাম্প আরো বলেন, ওয়াশিংটনের দুর্নীতি এবং অব্যবস্থাপনা বিগত কয়েক বছরে আগের চেয়ে বেশি প্রকাশ পেয়েছে। প্রথম পদক্ষেপ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশ্রুতি দেন যে তিনি সরকারের রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর অপব্যবহার বন্ধ করবেন। ট্রাম্পের মতে বর্তমান প্রশাসন এই সংস্থাগুলোকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা গণতন্ত্রের ক্ষতি করছে। দ্বিতীয় পদক্ষেপ হিসেবে ট্রাম্প আমেরিকায় বাকস্বাধীনতা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন। প্রেসিডেন্ট ট্রাম্প জানান তিনি নির্বাচিত হলে তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন যা কোনও ফেডারেল কর্মচারীকে বাকস্বাধীনতা সীমিত করার ষড়যন্ত্রে লিপ্ত হতে নিষিদ্ধ করবে এবং হ্যারিস প্রশাসনের অধীনে যারা অভ্যন্তরীণ সেন্সরশিপে জড়িত তাদের বরখাস্ত করা হবে। তৃতীয় পদক্ষেপে তিনি যুদ্ধবাজদের বহিষ্কার এবং সামরিক-শিল্প কমপ্লেক্সের সংস্কারের প্রতিশ্রুতি দেন। তার মতে অনেকেই কেবল যুদ্ধ চায় কারণ অস্ত্রের বিশাল অর্থনৈতিক লাভ রয়েছে। চতুর্থ পদক্ষেপে ট্রাম্প ফেডারেল আমলাদের ক্ষমতা সীমিত করার কথা বলেছেন। তিনি একটি গভর্নমেন্ট এফিশিয়েন্সি কমিশন গঠন করবেন যা সম্পূর্ণ ফেডারেল সরকারের আর্থিক ও কর্মক্ষমতা নিরীক্ষা করবে।
পঞ্চম পদক্ষেপ হিসেবে ট্রাম্প প্রতিশ্রুতি দেন যে তার প্রশাসন সরকারী শিক্ষা ব্যবস্থায় সংস্কার করবে এবং করদাতাদের অর্থ অপচয় বন্ধ করবে। এর অংশ হিসেবে ফেডারেল শিক্ষা বিভাগ বিলুপ্ত করে স্কুলের নিয়ন্ত্রণ রাজ্য সরকারের হাতে ফিরিয়ে দেওয়া হবে। ষষ্ঠ পদক্ষেপে তিনি বর্ণ ও লিঙ্গের ভিত্তিতে আমেরিকানদের শাস্তি দেওয়া বন্ধ করে মেধার উপর ভিত্তি করে প্রক্রিয়া ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন। সপ্তম পদক্ষেপ হিসেবে ট্রাম্প বলেন, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলিতে কর্পোরেট শক্তি ও চীনের প্রভাবের বিরুদ্ধে লড়াই করার জন্য তার প্রশাসন প্রাক্তন স্বাধীন প্রার্থী রবার্ট এফ. কেনেডি জুনিয়রের সাথে কাজ করবে। অষ্টম পদক্ষেপে, ট্রাম্প কংগ্রেসকে বিদেশি প্রভাব প্রতিরোধের জন্য বিস্তৃত সংস্কার পাস করার জন্য বলবেন। নবম ও শেষ পদক্ষেপে, তিনি ২৫তম সংশোধনী সংশোধনের সমর্থন দেবেন, যা স্পষ্ট করবে যে যদি ভাইস প্রেসিডেন্ট মিথ্যা বলেন বা ষড়যন্ত্রে লিপ্ত হন তাহলে তা ইমপিচমেন্টের ভিত্তি হবে। সমাবেশে ট্রাম্প আরও বলেন, এই পরিবর্তন ছাড়া আমেরিকার রাজনৈতিক প্রক্রিয়া কখনও সঠিক পথে পরিচালিত হবে না। এরপরে তিনি প্রশাসনের ভিতরের স্বার্থবাদী ও অযোগ্য কর্মচারীদের অপসারণের জন্য সংস্থাগুলোর সংস্কারের প্রতিশ্রুতি দেন। ট্রাম্প বিশ্বাস করেন যে এই পদক্ষেপগুলো সরকারকে আরও স্বচ্ছ ও জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করবে।