নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন

মেয়র অ্যাডামসকে নিয়ে বিপাকে নিউইয়র্ক সিটি

ডেস্ক রিপোর্ট
  ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০৯

এফবিআই এর তদন্তকারীরা নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে আনা অভিযোগের জোর তদন্ত শুরু করার পর থেকে সিটি প্রশাসন বহু সমস্যার মধ্যে পড়েছে এবং সামনে আরও বেশি সমস্যা অপেক্ষা করছে বলে নিউইয়র্ক টাইমসের এক রিপোর্টে আশংকা ব্যক্ত করা হয়েছে। গত সপ্তাহে সিটি হলে যা ঘটেছে তা সকলকে বিস্মিত করছে। এফবিআই এজেন্টরা মেয়র এরিকের ঘনিষ্ট ৫ জন কর্মকর্তার সেলফোন নিয়ে নেয়ার পর এটা স্পষ্ট হয়ে গেছে যে, সিটি হল ঘিরে বেশ ক’জন এফবিআই এজেন্ট কড়া নজরদারি করছে। ঘটনার বিস্তারিত এখনো জানতে পারেনি নিউইয়র্ক টাইমস।
কিন্তু যতটুকুই জানা গেছে, তাতে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে গত সপ্তাহটি মেয়র এরিক অ্যাডামসের জন্য চরম পরীক্ষার সময় ছিল। নিউইয়র্ক টাইমস উল্লেখ করেছে যে, মেয়র অ্যাডামস, যিনি একজন ডেমোক্রেট এবং সাবেক পুলিশ ক্যাপ্টেন, যিনি প্রায়ই তার সহকর্মীদের স্মরণ করিয়ে দিতেন যে, ‘আমাদের অবশ্যই আইন মান্য করতে হবে, আমাদের আইন মানতে হবে,’ এবং আইন এমন পর্যায়ে পালন করতে হবে, যেন সকলের আইন মানার কারণেই আমাকে বিরক্তি বোধ করতে হয়।”
নিউইয়র্ক টাইমসের সিটি হল ব্যুরো চিফ এমা জি, ফিটজসিমনসকের কাছে জানতে চাওয়া হয় যে, গত সপ্তাহে সিটি মেয়রের বিরুদ্ধে অভিযোগকে কেন্দ্র করে যা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে আগামী সপ্তাহে কি ঘটতে পারে? এবং এ পরিস্থিতিতে অ্যাডামসে প্রশাসনে কি সমস্যাগুলো সৃষ্টি হতে পারে। এর উত্তরে ফিটজসিমনসক বলেন, আমরা বেশ কিছুদিন ধরেই জানি মেয়রের নির্বাচনী তহবিল সংগ্রহকে কেন্দ্র করে যে অভিযোগ উঠেছিল, তার তদন্ত চলছিল। গত সপ্তাহে অন্য দুটি ফেডারেল তদন্ত মেয়রের অভ্যন্তরীণ ঘনিষ্ট বলয়ে পৌঁছেছে। প্রশ্ন উঠেছে সিটি প্রশাসন এখন কীভাবে পরিচালিত হবে? যদিও মেয়র অ্যাডামস বলেছেন যে, তিনি তার কাজে মনোনিবেশ করেছেন এবং তদন্ত তাকে বিভ্রান্ত করবে না।
গত শুক্রবার এক টেলিভিশন সাক্ষাৎকারে মেয়র বলেন যে, এনওয়াইপিডির পুলিশ কমিশনার এডওয়ার্ড ক্যাবানের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। কাবানও একটি তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এবং নিউইয়র্কবাসীরা যথাযথ তদন্ত প্রক্রিয়ায় বিশ্বাস করেন। গত রোববার তিনি কৃষ্ণাঙ্গদের দুটি গির্জা পরিদর্শনের সময় নিজের নির্দোষিতা তুলে ধরেন এবং নিজেকে বাইবেলের ব্যক্তিত্ব জবের সাথে তুলনা করেন। কিন্তু তা সত্বেও মেয়রের ঘনিষ্ট বলয়ের বেশ কয়েকজনের ফোন আটক এবং তাদের বাড়ি তল্লাশির খবরটি মেয়র এরিক অ্যাডামস ও তার প্রশাসনের জন্য বিব্রতকর ছিল। অ্যাডামস যখনই কথা বলেন, তিনি সিটির উন্নয় ও সংরক্ষণে তার গৎবাঁধা বিষয়গুলোই বলেন যে. সিটিতে অপরাধ কমেছে এবং কর্মসংস্থান বেড়েছে। তবে দ্য নিউ ইয়র্ক পোস্টের সম্পাদকীয় বোর্ড ইতিমধ্যেই মেয়র এরিক অ্যাডামসের প্রতি আহবান জানিয়েছে পুলিশ কমিশনার কাবানকে পদত্যাগ করার জন্য।
গত সপ্তাহে দুটি তদন্তে কী কী তথ্য উঠে এসেছে? এবং ম্যানহাটনে ইউএস অ্যাটর্নির অফিসে পরবর্তী পদক্ষেপ কী হতে যাচ্ছে তা অস্পষ্ট। তদন্তের একটি সিটি হলের উর্ধতন কর্মকর্তাদের ওপর দৃষ্টি নিবদ্ধ করেছে এবং অন্যটি পুলিশ কমিশনার কাবানের সাথে জড়িত।
এই তদন্ত মেয়র এবং তার ২০২১ সালের নির্বাচনী প্রচারাভিযানের চলমান ফেডারেল তদন্ত থেকে ভিন্ন এবং আরেকটিতে যেটি তার এশিয়ান বিষয়ক পরিচালক উইনি গ্রিকোর উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে। অ্যাডামস পুনঃনির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ডেমোক্র্যাটিক প্রাইমারি হবে আগামী বছরের জুনে। ইতিমধ্যে, বিশিষ্ট প্রার্থীরা তাদের নাম ঘোষণা করেছেন এবং প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুওমো সহ আরও অনেকে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হতে পারেন। অ্যাডামস নির্বাচনী প্রচারাভিযান তহবিলের মামলায় লড়ার জন্য ব্যয় নির্বাহে একটি তহবিল গঠন করেছেন। এই তদন্তে এখনো তিনি বা তার নিবিড় বৃত্তের কাউকেই কোনো অপরাধের জন্য অভিযুক্ত করা হয়নি।