এস্টোরিয়ায় অ্যাফোর্ডেবল হাউজিং লটারি ঘোষণা

নিউইয়র্কে এক বেডরুমের অ্যাপার্টমেন্ট ভাড়া ১,৯৭৪ ডলার

ডেস্ক রিপোর্ট
  ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৫

সিটি হাউজিং কানেক্ট এবার এস্টোরিয়ায় এফোর্ডেবল হাউজিং লটারির ঘোষণা দিল। ৩৬টি ১বেডরুমের এপার্টমেন্ট ভাড়া দেয়া হবে। প্রতিটি এপার্টমেন্টের মাসিক ভাড়া ১৯৭৪ ডলার। এই এপার্টমেন্টগুলোর ঠিকানা ২১-১১, ৩১ স্ট্রিট, এস্টোরিযা, কুইন্স, নিউইয়র্ক -১১১০৬। এই এপার্টমেন্ট সম্পর্কে বলা হয়েছে যেসব সিঙ্গেল ব্যক্তির বার্ষিক আয় ন্যুনতম ৭২,৬৮৬ আর সর্বাধিক ৮৬৯৬০ ডলার, দুই ও তিন সদস্যের পরিবারের আয় ন্যুনতম একই এবং সর্বাধিক ৯৯,৪৪০ ডলার এবং ৯৯,৪৪০ ডলার এবং ১১১,৮৪০ ডলার তারা এই এপার্টমেন্টের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের জন্য কোন ফিস দিতে হবে না, কোনো ব্রোকার ফিস দিতে হবে না। সাবওয়েতে এন, এফ, ডব্লিউ ও সেভেন ট্রেনে সহজে যোগাযোগ ব্যবস্থা আছে। প্রতিটি এপার্টমেন্টে এয়ারকন্ডিশনার, ডিশ ওয়াশার মেশিন আছে। এলিভেটার, সিকিউরিটি ক্যামেরা, লন্ড্রিরুম রয়েছে বিল্ডিংএ। হুইলচেয়ার প্রবেশযোগ্য দরোজা আছে।
আগামী ১১ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে বা ইমেইলে পৌছাতে হবে। ডেডলাইনের পরে কোন আবেদন গৃহীত হবে না। যারা অনলাইনে আবেদন করতে চান তারা housingconnect.nyc.gov/Public Web ঠিকানায় আবেদন করতে হবে। যারা ডাকযোগে আবেদন করতে চান তাদের আবেদন ফরম পাওয়ার জন্য রিটার্ন এ্যাড্রেসসহ 21-11 31st Avenue Apartments, C/O Reside affordable. 349 Keap Street, Brooklyn, NY-11211 ঠিকানায় স্ট্যাম্পসহ এনভেলপ মেইল করতে হবে। একটি পরিবার বা একজন কেবল একটি আবেদন করতে পারবে।
বিস্তারিত জানার জন্য https://bit.ly/4b4DrBO ওয়েবসাইট ভিজিট করতে পারেন।