মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪

বিশ্বযুদ্ধ ঠেকাতে পারবেন না কমলা হ্যারিস

বলছেন ট্রাম্প
ডেস্ক রিপোর্ট
  ২৩ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫৫

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, দিনকে দিন বিশ্ব খুবই বিপজ্জনক জায়গায় পরিণত হয়েছে। এবারের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস আরেকটি বিশ্বযুদ্ধ ঠেকানোর মতো সক্ষমতা রাখেন না।
রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প তার নিজের ট্রুথ সোশ্যালে এ কথা লিখেছেন।
তিনি বলেন, পৃথিবী এখন খুবই বিপজ্জনক জায়গা। কমলা হ্যারিস সবচেয়ে সহজ প্রশ্নেরও উত্তর দিতে পারেন না। তাহলে তিনি কীভাবে বিশ্বযুদ্ধ ঠেকাতে আমাদের প্রতিনিধিত্ব করবেন? উত্তরটি সহজ, তিনি পারবেন না!
এর আগে ডেমোক্রেটিক প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র 'তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হবে' বলেও সতর্ক করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটদের প্রতিনিধিত্ব করার কথা থাকলেও গত জুনে ট্রাম্পের সাথে বিতর্কে খারাপ পারফরম্যান্সের পরে তিনি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। নিজের স্থলাভিষিক্ত হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট হ্যারিসকে সমর্থন দিয়েছেন বাইডেন। গত আগস্টে ডেমোক্রেটিক পার্টি আনুষ্ঠানিকভাবে কমলা হ্যারিসকে মনোনয়ন দেয়।