অ্যাডামসের পদত্যাগের দাবি রাজ্যের বিভিন্ন স্তরের কর্তাব্যক্তিদের

ডেস্ক রিপোর্ট
  ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫১

নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের পদত্যাগের দাবি তুলেছেন রাজ্যের বিভিন্ন স্তরের কর্তাব্যক্তিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে পোস্ট করে অ্যাডামসের কড়া সমালোচনা করে তাকে পদ থেকে সরে যাওয়ার আহ্বান জানান তারা। মূলত অ্যাডামস প্রশাসনের ১৫ জনের অধিক শীর্ষ কর্তাব্যক্তি ফেডারেল তদন্তের মুখে পড়ার পর থেকে এ দাবি উঠে। যা সময়ের সাথে আরও জোরালো হচ্ছে। রাজ্যের বিভিন্ন পদস্থরা বলছেন, অ্যাডামস তদন্তের অধীনে না হলেও তার প্রশাসনের অনেকের বিরুদ্ধে অভিযোগ উঠছে। যার কারণে তার পক্ষে আর সিটির কার্যক্রম সচল রাখা সম্ভব নয়। মানুষ এসব ভালো নজরে দেখছে না। তাই অতি শিঘ্রই পদত্যাগ করে নতুন কাউকে সুযোগ দেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। মূলত অ্যাডামস প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তাদের আত্মীয়দের বিভিন্ন অনৈতিক সুযোগ-সুবিধা দিয়ে আসছেন এমন বিষয় সামনে এনে তদন্তে নেমেছে ফেডারেল কর্তৃপক্ষ। যার ফলে তল্লাশি এবং বিভিন্ন ডিভাইস জব্দে ঘটনাও ঘটে। এর পর অ্যডামস প্রশানের শীর্ষ কর্তাব্যক্তিরা একে একে পদ ছাড়তে শুরু করেন। এবার দাবি উঠলো খোদ অ্যডামসকে সরে যেতে।