মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার বলেছেন, দেশের নারীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি। ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস এই সেবা নিশ্চিত করতে পারবেন বলে মনে করেন তিনি। এদিকে, সেনেটর জন ফেটারম্যান বলেছেন, বোকার মতো বক্তব্য দিয়ে মানুষকে অসন্তুষ্ট করার জন্য বিশেষ পরিচিতি আছে রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জে ডি ভ্যান্সের। মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার বলেন, গর্ভপাত অধিকার সম্পর্কে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডনাল্ড ট্রাম্পের বক্তব্য হাস্যকর। গর্ভপাত অধিকার বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, দেশের নারীদের কী ধরণের পরিস্থিতির মুখোমুখি হতে হয় ট্রাম্প তা জানেন না বলে মনে করেন তিনি।
শনিবার সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে গভর্নর আরো বলেন, কামালা হ্যারিস বোঝেন নারীদের প্রয়াজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা জরুরী। হ্যারিস নারীদের প্রয়োজনীয়তা বুঝলেও ট্রাম্প তা বুঝতে চায় না বলে মনে করেন তিনি। মিশিগানের মুসলমান ও ইহুদি কমিউনিটি যন্ত্রণার মধ্যে আছে উল্লেখ করে তিনি জানান, মিশিগানের আইন অনুসারে তাদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে চান তিনি।
রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জে ডি ভ্যান্স বলেছেন গত এক মাসে ডনাল্ড ট্রাম্পকে দুই বার হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু কামালা হ্যারিসকে হত্যার চেষ্টা করা হয়নি। প্রসঙ্গে সেনেটর ফেটারম্যান বলেন, সবাইকে অসন্তুষ্ট করার জন্য এক ধরণের অর্থহীন ও বোকার মতো কথা বলে বিশেষ খ্যাতি পেয়েছেন জে ডি ভ্যান্স। তবে কেউ ভ্যান্সের কথা শুনছে না বলে মনে করেন ফেটারম্যান।
এনবিসি নিউযকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাচনী প্রচারে ট্রাম্প বন্য প্রাণি খাওয়ার মতো মিথ্যা অভিযোগ তোলা এবং বর্ণবাদী মন্তব্য করাসহ বিভিন্ন ধরণের অযৌক্তিক কথা বলে যাচ্ছেন।