বাংলাদেশি আমেরিকানদের এমটিএতে চাকরিতে আগ্রহ বাড়ছে

ডেস্ক রিপোর্ট
  ২৭ নভেম্বর ২০২২, ১৪:১৩

বাংলাদেশি আমেরিকানরা এমটিএতে চাকরি করতে আগ্রহী হচ্ছেন। এখন এমটিএতে বিভিন্ন পদে লোকবল নিয়োগের আবেদন চলছে। আরো নতুন নতুন আবেদন গ্রহণ শুরু হবে। সাম্প্রতিক ট্রানজিট স্টেশন এজেন্ট পদে লোক নিয়োগের জন্য সার্কুলার জারি করা হয়। ২১ নভেম্বর ছিল আবেদনের শেষ দিন। এদিন অনেকেই এই পদে আবেদন করেছেন। এসব পদে লোকবল নিয়োগের ক্ষেত্রে আবেদন করার পর যোগ্য হলে পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ হলে অপেক্ষা করতে হয় নিয়োগের জন্য। সব মিলিয়ে ব্যাকগ্রাউন্ড চেক, মেডিকেল চেকআপসহ বিভিন্ন প্রক্রিয়া করতে অনেক সময় লাগে। এই আবেদন করার জন্য ফি দিতে হয়েছে ৬৮ ডলার। যোগ্যতা ছিল হাইস্কুল ডিপ্লোমা। বাংলাদেশের যারা উচ্চ মাধ্যমিক কিংবা ‘এ’ লেভেল পাস করেছেন, তারাও আবেদন করতে পেরেছেন। সঙ্গে এক বছরের গ্রাহকসেবার অভিজ্ঞতা থাকার প্রমাণপত্র দিতে হয়েছে। পাশাপাশি আবেদনকারীদের সিটিজেন কিংবা গ্রিনকার্ডধারী হতে হবে। তবে কিছু কিছু ওয়ার্ক পারমিটধারীও শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পান।
এদিকে এমটিএ চাকরির জন্য পরীক্ষার সময়সূচিও ঘোষণা করা হয়েছে। তারা বলছে, পেপার পরীক্ষার আবেদন ব্যক্তিগতভাবে বিতরণ করা হবে না। পরীক্ষার আবেদন জমা দেওয়ার সময় আবেদনকারীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। এ জন্য আবেদনকারীর সহায়তার প্রয়োজন হলে অনলাইন আবেদন নির্দেশিকা পড়তে পারেন। বিস্তারিত জানতে [email protected] MTA বিজনেস সেন্টারের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষা-সংক্রান্ত প্রশ্ন [email protected]এ ইমেইল করা যেতে পারে।
প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট মেইন্টেনার (HVAC) পরীক্ষার নম্বর : ৩১০৬, সংস্থা : MaBSTOA, আবেদনের সময়কাল : ১১/১/২০২২-১২/১৫/২০২২। পাওয়ার ডিস্ট্রিবিউশন রক্ষণাবেক্ষণকারী, পরীক্ষার নম্বর : ৩৬০৬, এজেন্সি : নিউইয়র্ক সিটি ট্রানজিট, আবেদনের সময়কাল : ১১/১/২০২২-১২/১৫/২০২২। এ ছাড়া আসন্ন পরীক্ষার সময়সূচি রয়েছে। এনওয়াইটি, ৩৬০৮, ফেয়ার এনফোর্সমেন্ট এজেন্ট, ওসি, ১২/১/২০২২-০১/১৫/২০২৩। এনওয়াইটি, ৩৬০৯, কাঠামো রক্ষণাবেক্ষণকারী, গ্রুপ ই (প্লাম্বার), ওসি, ১২/১/২০২২-০১/১৫/২০২৩। এনওয়াইটি, ৩৭১০, পাওয়ার ডিস্ট্রিবিউশন রক্ষণাবেক্ষণকারী, পিআরও, ১২/১/২০২২-০১/১৫/২০২৩। এনওয়াইটি, ৩৭০৯, ডিসপেচার (সারফেস ট্রান্সপোর্টেশন), পিআরও ১২/১/২০২২-০১/১৫/২০২৩। এমএবি, ৩২০২, উদ্ভিদ ও সরঞ্জাম রক্ষণাবেক্ষণকারী (এইচভিএসি), অ্যাসাইনমেন্ট ১২/১/২০২২-০১/১৫/২০২৩। বিঅ্যান্ডটি ৩৬১১, রক্ষণাবেক্ষণকারী (সেতু এবং টানেল), ওসি, ১২/১/২০২২-০১/১৫/২০২৩।