যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ মুসলিম রাজনৈতিক গ্রুপ ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের মধ্যপ্রাচ্য নীতির তীব্র বিরোধীতা স্বত্ত্বেও ২৫ সেপ্টেম্বর তার প্রতি সমর্থন ঘোষণা করেছে। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে এন্ডোর্স করে এই গ্রুপটি বলেছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে থামানোই হবে সর্বোত্তম পন্থা।
মুসলিম-আমেরিকান এডভোকেসি গ্রুপ এমগেজ এ্যাকশান-এর সিইও ওয়াইল আল জায়াত বলেন, এটা সম্ভবত সবচেয়ে কঠিন একটি রাজনৈতিক পছন্দ। আল জায়াত এনবিসি নিউজকে বলেন, আমাদের সম্প্রদায়ের সঙ্গে সত্য কথন আমাদের বাধ্যবাধকতা। আমাদের দৃষ্টিভঙ্গি খুবই পরিস্কার এবং উদ্দেশ্যও সৎ। ভাইস প্রেসিডেন্ট কমলাকে এগিয়ে নেয়া এবং ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া রোধ করার জন্য একটি লড়াইয়ের সুযোগ রয়েছে। জায়াত বলেন, হ্যারিসকে সমর্থন করা গাজায় যুদ্ধ বিরোধীদের পক্ষে তাদের এজেন্ডাকে এগিয়ে নেয়ার সর্বোত্তম উপায়। পক্ষান্তরে ট্রাম্পের প্রেসিডেন্সি মুসলমানদের জন্য নিজের ঘরে অথাৎ আমেরিকায় মারাত্মক হুমকি তৈরি করতে পারে। এক্ষেত্রে তিনি ট্রাম্পের সময়ে গৃহিত মুসলিম ব্যানসহ ট্রাম্পের সময়ে নেয়া নানা নেতিবাচক প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের কট্টর মিত্র। তিনি বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনের অধিকার নিয়ে তেমন দৃঢ়ভাবে কিছুই বলছেন না। তিনি প্রেসিডেন্ট হলে ইসরায়েল অধিক সাহসী হয়ে উঠবে। ফলে বেসামরিক হতাহতের ঘটনা রোধ বা যুদ্ধবন্ধে তেমন চাপ অনুভব করবে না ইসরায়েল।
জায়াত মনে করেন, কমলাকে মুসলিম ভোটারদের সমর্থন কতটা এগিয়ে নিতে পারে এটা দেখানোর মাধ্যমে তার প্রতিষ্ঠান কমলা প্রশাসনের টেবিলে একটি আসন পেতে পারে এবং আরো অনুকূল লবিংয়ে সক্ষম হবে এমগেজ এ্যাকশান.
আল জায়াত বলেছেন, মুসলিম অন্যন্য নেতৃবৃন্দ যারা বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন তাদের সম্মান করে। তিনি কমলাকে সমর্থনের অসুবিধাও স্বীকার করছেন। অন্যান্য মুসলিম-আমেরিকান গোষ্ঠীগুলোর মতো এমগেজ এ্যাকশান মূলত যুক্তরাষ্ট্রে মুসলিমদের সুসংগঠিত করা, মুসলমানদের অধিকার সুরক্ষা ও আদায়ে ক্ষমতা বলয়ে নিয়ে যাওয়ায় কাজ করে আসছে।
ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ক্যাম্পেইন ম্যানেজার জুলি শ্যাভেজ রড্রিকেজ অন্যতম বৃহৎ মুসলিম গোষ্ঠীর কমলাকে সমর্থনের প্রতিক্রিয়ায় বলেছেন, তাদের ক্যাম্পেইন মুসলিম নেতৃবৃন্দের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
রড্রিকেজ এক বিবৃতিতে বলেন, আমরা অনুধাবন করি যে, এই অনুমোদন এমন একটি সময়ে আসছে যখন মুসলিম ও আরব আমেরিকান সম্প্রদায় গভীর বেদনা ও ক্ষতির মধ্যে আছে। ভাইস প্রেসিডেন্ট গাজার যুদ্ধের অবসানে অবিচল থাকবেন, যাতে ইসরায়েল নিরাপদ থাকে, সকল জিম্মি মুক্তি পায়, গাজায় ফিলিস্তিনিদের দুর্দশা শেষ হয় এবং ফিলিস্তিনিরা তাদের স্বাধীনতা, মর্যাদা, নিরাপত্তা এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করতে পারে।