নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াপিডি) অন্তর্বর্তীকালীন কমিশনার টমাস জি ডনলন বলেছেন যে, ফেডারেল তদন্তকারীরা তার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ বিভাগের সঙ্গে সম্পর্কিত নয় এমন কিছু আলামত জব্দ করেছে। এ মাসের শুরুতে পুলিশ কমিশনার এডওয়ার্ড এ. ক্যাবান পদত্যাগ করার পর টমাস ডনলন এনওয়াইপিডি’র অন্তবর্তীকালীন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
টমাস ডনলন গত শনিবার বলেছেন যে, শুক্রবার ফেডারেল এজেন্টরা তার বাড়িতে তল্লাশি চালিয়ে কিছু সামগ্রী জব্দ করেছেন। সিটি মেয়র এরিক অ্যাডামস অন্তর্বতী কমিশনার হিসেবে মাত্র নয় দিন আগে টমাস জি ডনলনকে নিয়োগ দেন। কমিশনার বলেছেন যে এফবিআই এজেন্টরা তাদের করা অনুসন্ধানে তাদের ওয়ারেন্ট অনুযায়ী যেসব জিনিস নিয়ে গেছেন সেগুলো সিটির পুলিশ বিভাগের সাথে সম্পর্কিত নয়। তদন্তের কেন্দ্রস্থল সিটি মেয়রের প্রশাসনকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে।
টমাস ডনলন নিউইয়র্ক টাইমসে তার বিভাগের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, এফবিআই এজেন্টরা এমন সব সামগ্রী নিয়ে গেছে, যেগুলো প্রায় ২০ বছর আগে আমার কাছে এসেছে এবং সেসব সামগ্রী নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগে আমার কাজের সাথে সম্পর্কযুক্ত নয়। তবে তিনি এ নিয়ে বেশি কথা বলতে চাননি, যেহেত বিষয়টি পুলিশ বিভাগের বিষয় নয়। তিনি এটাও বলেছেন যে, এনওয়াইপিডি এ সম্পর্কে কোনো মন্তব্য করবে না। তার বাড়ি থেকে এফবিআই কি নিয়ে গেছে, ডনলন সে সম্পর্কেও কিছু বলেননি।
এ ব্যাপারে অবগত এমন দুজন এফবিআই কর্মকর্তা বলেছেন যে, বেশ কিছু ক্লাসিফাইড ডকুমেন্ট আটক করা হয়েছে, যেগুলো বহু বছর যাবত টমাস ডনলনের কাছে ছিল। ডনলন অবশ্য একথাও বলেননি যে এফবিআই এজেন্টরা কতগুলো বাড়িতে অনুসন্ধান চালিয়েছে এবং সেই বাড়িগুলো কোথায় অবস্থিত। তবে ডনলনের ভোটার রেজিস্ট্রেশন তালিকায় তার ঠিকানা দেওয়া হয়েছে ম্যানহাটানের আপার ইস্ট সাইডের একটি অ্যাপার্টমেন্ট। তাছাড়া এটাও স্পষ্ট নয় যে, কোন এজেন্সি তল্লাশি চালিয়েছে। গত রোববার সকালে এফবিআই এর নিউইয়র্ক অফিস থেকে বলা হয়েছে যে তারা এ ব্যাপারে কোনো মন্তব্য করবে না।