ওয়ালমার্টের বিরুদ্ধে এক কর্মীর ৫০ মিলিয়ন ডলারের মামলা

আন্তর্জাতিক ডেস্ক
  ৩০ নভেম্বর ২০২২, ১২:৫৩

রিটেইলার কর্পোরেশন ওয়ালমার্টের বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলারের মামলা ঠুকে দিয়েছে প্রতিষ্ঠানটির একজন কর্মী। সম্প্রতি ভার্জিনিয়ার একটি ওয়ালমার্ট স্টোরে যে বন্দুক হামলার ঘটনা ঘটে, সেটাই ছিল তার কর্মস্থল। বন্দুক হামলা থেকে সেদিন বেঁচে গেলেও এবার নিজ প্রতিষ্ঠানের বিরুদ্ধেই মামলা করেছেন দনিয়া প্রিয়োল্যু নামের ওই কর্মী। এ খবর দিয়েছে আল-জাজিরা।
খবরে জানানো হয়, গত ২২শে নভেম্বর আন্দ্রে বিং নামের ওই হামলাকারী মোট ছয় জন সহকর্মীকে গুলি করে হত্যা করে। এছাড়া এ ঘটনায় আহত হন আরও বেশ কয়েক জন। দনিয়ার অভিযোগ, তিনি ওয়ালমার্টকে আগে থেকেই হামলাকারীর ব্যাপারে সতর্ক করে আসছিলেন। কিন্তু তার কথাকে কোনো ধরণের পাত্তাই দেয়া হয়নি। হামলাকারী আন্দ্রে বিং যে বিপজ্জনক হয়ে উঠতে পারেন এ বিষয়ে আগেই টের পেয়েছিলেন তিনিসহ আরও বেশ কয়েকজন সহকর্মী। তারাই ওয়ালমার্টকে একাধিকবার চিঠি পাঠিয়েছিলেন এ বিষয়ে। কিন্তু ওয়ালমার্টের তরফ থেকে কিছুই করা হয়নি। এরপরই কোম্পানির বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেন দনিয়া।
মামলায় তিনি উল্লেখ করেছেন, ওই ঘটনার পর থেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। সেদিন একটুর জন্য বেঁচে যান তিনি। তার কানের পাশ দিয়ে গুলি ছুটে গিয়েছিল। তার চোখের সামনে হাফ ডজন সহকর্মীকে নির্মমভাবে খুন হতে দেখেছেন তিনি।
ওয়ালমার্ট জানিয়েছে, তারা দনিয়ার অভিযোগ খতিয়ে দেখছে এবং আদালতে এ নিয়ে লড়বে তারা। এক বিবৃতিতে ওয়ালমার্টের তরফ থেকে বলা হয়েছে, ওই হামলার ঘটনায় গোটা ওয়ালমার্ট পরিবারের হৃদয় ভেঙে গেছে। এই ঘটনায় যারা প্রভাবিত হয়েছেন তাদের সকলের জন্য আমাদের সমবেদনা রয়েছে। আমরা আমাদের কর্মীদের কাউন্সেলিংসহ অন্যান্যভাবে সহযোগিতা করছি।