৫৫ হাজার অভিবাসীর জন্য ডিভি লটারি, আবেদন শুরু যুক্তরাষ্ট্রে

ডেস্ক রিপোর্ট
  ০৫ অক্টোবর ২০২৪, ১৫:১৭

২০২৬ সালের ডাইভারসিটি ভিসা বা ডিভি লটারি প্রোগ্রামের জন্য আবেদন গ্রহণ শুরু করেছে যুক্তরাষ্ট্র। তবে বাংলাদেশের নাগরিকরা এই প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন না।
মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ২ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত অনলাইনে বিনামূল্যে এই প্রক্রিয়ায় আবেদন করা যাবে। তবে, যারা সাক্ষাৎকারের জন্য নির্বাচিত হবেন, তাদের নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করতে হবে।
ডিভি লটারির জন্য বাংলাদেশ, ব্রাজিল, কানাডা, চীন, ভারত, মেক্সিকোসহ আরও কয়েকটি দেশের নাগরিকরা আবেদন করতে পারবেন না।
প্রতি বছর এই প্রোগ্রামের মাধ্যমে ৫৫ হাজারের বেশি মানুষকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে অভিবাসী হিসেবে গ্রহণ করা হয়। আবেদন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে পাওয়া যাবে।