টিভি সিরিজ ‘মিস মার্ভেল’-এ ১৬ বছর বয়সী কিশোরী কমলা খানের বাবার চরিত্রে অভিনয় করেন মোহন কাপুর। এবার এ অভিনেতার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠল। টুইটারে নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন নির্যাতিতা।
তিনি লিখেছেন, ‘আমার বয়স তখন ১৪। একটি সিরিয়ালের অভিনেত্রীকে আমার খুবই ভালো লাগত। সেই কারণে তার সঙ্গে বন্ধুত্ব করেছিলাম। ওই মহিলার স্বামী ছিলেন মোহন কাপুর। স্বাভাবিকভাবেই তার সঙ্গেও আমার পরিচয় হয়।’
তিনি আরও বলেন, ‘আমি মোহন কাপুর এবং তার স্ত্রীকে ভীষণ শ্রদ্ধা করতাম। মা, বাবার পরেই তাদের স্থান দিয়েছিলাম। নিজের জীবনের সমস্যাগুলোর কথাও বিশ্বাস করে জানিয়েছিলাম। কিন্তু, মোহন কাপুর আমার ওপর অত্যাচার করে গিয়েছেন।’
নির্যাতিতার সংযোজন, ‘আমি মোহন এবং তার স্ত্রীর সঙ্গে নিয়মিত কথাবার্তা বলতাম। পরে বুঝতে পারি অভিনেতা আমার সঙ্গে ফ্লার্ট করছেন। আমার যখন ১৫ বছর বয়স ছিল, তখন নিজের যৌনাঙ্গের ছবি আমাকে পাঠিয়েছিল ওই ব্যক্তি। আমি চমকে গিয়েছিলাম। পরে লোকটা আমার কাছে বারবার ক্ষমা চেয়েছিল।’
যুবতীর অভিযোগ, প্রথমে তিনি মোহনকে ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু, এরপরেও নাকি অভিনেতা তাকে উত্যক্ত করতেন।
নির্যাতিতার কথায়, ‘উনি আমাকে বলতেন, আমাকে ভালোবেসে ফেলেছেন। চান আমি বড় হয়ে ওকে বিয়ে করি। কবে ওর সঙ্গে শুতে পারব, সেসব নিয়েও অশ্লীল মন্তব্য করতেন।’
গোটা বিষয়টি যুবতী মোহনের তৎকালীন স্ত্রীকেও (এখন প্রাক্তন) জানিয়েছিলেন বলে দাবি করেছেন। যদিও তিনি নাকি বিষয়টিকে প্রথমে সেভাবে গুরুত্ব দেননি। পরে বিষয়টি নিয়ে তাকেই দোষারোপ করেছিলেন তিনি।
যুবতী আরও বলেন, ‘ওর প্রাক্তন স্ত্রী জানেন উনি কেমন। আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। স্টকহোম সিনড্রোম কী হয় তখন জানতাম না। তবে মনে হতো সব আমার দোষ। আমি উল্টো ক্ষমা চাইতে শুরু করেছিলাম। আর উনি বলতেন, আমাকে বিশ্বাস করতে পারছেন না। যদি আমি নগ্ন হয়ে ওর সঙ্গে ভিডিও চ্যাট করি, তবেই বিশ্বাস করবেন।’