এয়াপোর্টে অবতরণের সময় যাত্রীবাহী বিমানে আগুন

ডেস্ক রিপোর্ট
  ০৭ অক্টোবর ২০২৪, ১৩:০৮

স্যান ডিয়েগো থেকে লাস ভেগাসের হ্যারি রিড ইন্টারন্যাশনাল এয়াপোর্টে অবতরণের সময় শনিবার বিকালে ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের একটি বিমানের আন্ডারক্যারেজে আগুন ধরে যায়। বিমানটিতে সে সময় ১৯৭ জন আরোহী ছিলেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় স্যান ডিয়েগো থেকে লাস ভেগাসের উদ্দেশ্যে উড়ে আসা ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের একটি বিমান অবতরণের সময় তার আন্ডারক্যারেজে আগুন জ্বলছে।
অবতরণের আগে ককপিটে ধোঁয়া দেখতে পেয়ে জরুরি ভাবে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। হোসে কার্লোস ম্যানা নামের এক আরোহী ইঞ্জিনে লাগা আগুনের ভিডিওটি বিমানের জানালা দিয়ে তার মোবাইলে ধারণ করেন।
তিনি বলেছেন, যে মুহুর্তে বিমানটি অবতরণ করবে ঠিক সেই মুহূর্তে এটির নিচ থেকে আগুন জ্বলতে দেখা যায় জানালা দিয়ে। সে সময় সবাই আতঙ্কে চিৎকার করতে থাকে। আগুন লাগার খবরে আরোহীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানটি অবতরণ করতে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় পাইলটদের। ঘটনার সময় পাইলটদের সবগে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিমানটির ডান পাশের ইঞ্জিনটিতে সে সময় আগুন ধরে যায় বলেও জানানো হয় কন্ট্রোল রুম থেকে।
এই আরোহী জানিয়েছেন, অবতরণের সময় বিমানটি ভয়ঙ্করভাবে কাঁপছিলো। অবতরণের পরপরই ফায়ারফাইটাররা বিমানটির আগুন নেভাতে দ্রুত সেখানে ছুটে যায় এবং অল্প সময়ের মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ সম্পর্কে কিছু জানা যায় নি। ঘটনা তদন্ত করছে কর্তৃপক্ষ।
এভিয়েশন বিশেষজ্ঞ জন ন্যান্স জানান, বিমানটি ছিল এয়ারবাস থ্রি টোয়েন্টি ওয়ান মডেলের। বিমানটি অবতরণে দায়িত্বে অবহেলার মতো কিছু থাকলে সেখান থেকেও আগুন লাগতে পারে।