আমি প্রেসিডেন্ট হলে ৭ অক্টোবর হামাসের দ্বারা ইসরাইলে হামলার ঘটনা কখনই ঘটত না বলে মন্তব্য করেছেন রিপাবলিকান মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ও সাবেক প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৭ অক্টোবর) দক্ষিণ ফ্লোরিডায় ন্যাশনাল ডোরাল গলফ ক্লাবে হামলার প্রথম বার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ট্রাম্প বলেন, আমেরিকানদের কখনই ৭ অক্টোবরের হামাস জঙ্গিদের দ্বারা ইসরাইলে হামলার কথা ভুলে যাওয়া উচিত নয়।
তিনি বলেন, আমরা সেই দিনের দুঃস্বপ্নকে কখনই ভুলতে পারি না। আমি যদি প্রেসিডেন্ট থাকতাম তবে এই ঘটনা কখনই ঘটত না।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র এক মাস বাকি। এরই মধ্যে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার নির্বাচনি লড়াই জমে উঠেছে।
জাতীয় পর্যায় ও ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্য—উভয় ক্ষেত্রেই তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। ফলে দুই প্রার্থীর লড়াইয়ের ক্ষেত্রে কার্যত অচলাবস্থা বিরাজ করছে। তবে নতুন ভোটারদের সম্পৃক্ততা ও সিদ্ধান্তহীন ভোটারদের কারণে ক্ষণে ক্ষণে পাল্টে যাচ্ছে ভোটের হিসাব-নিকাশ।