নতুন ইতিহাস গড়লেন

মহাকাশ স্টেশন থেকেই প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন সুনীতা

ডেস্ক রিপোর্ট
  ০৮ অক্টোবর ২০২৪, ১৮:৫১

নতুন ইতিহাস গড়তে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। প্রযুক্তিগত সমস্যার কারণে জুন মাস থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) আটকে রয়েছেন তিনি। এবার সেখানে থেকেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন তিনি। আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা জানিয়েছে, মহাকাশ স্টেশন থেকেই প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন সুনীতা।
পৃথিবী পৃষ্ঠ থেকে ৪০০ কিলোমিটার উপরে আইএসএস। গবেষণার জন্য গত জুন মাসে সহযোগী বিজ্ঞানীর সঙ্গে সেখানে যান সুনীতা। কথা ছিল, কাজ সেরে আট দিন পরে পৃথিবীতে ফিরবেন তারা। যদিও বোয়িং সংস্থার স্টারলাইনার মহাকাশযানে কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। সেই কারণে এখনও পর্যন্ত পৃথিবীর মাটিতে ফেরা হয়নি সুনীতাদের। এবার নাসা ব্যবস্থা করছে, যাতে করে আইএসএস থেকেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারেন সুনীতা এবং সহযোগীরা।