সিটি কাউন্সিলম্যান জাস্টিন ব্র্যানান কম্পট্রোলার প্রার্থী

ডেস্ক রিপোর্ট
  ১০ অক্টোবর ২০২৪, ১৩:১৮

নিউইয়র্ক সিটিকে বলা হয়ে থাকে বিশ্বের রাজধানী। যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল এই মহানগরীতে প্রায় কোটি মানুষের বসবাস। বহুজাতিক এই নগরী শিল্প, সাহিত্য, অর্থ-সম্পদ ও বিচিত্র সংস্কৃতির একটি আকর্ষনীয় কেন্দ্র। চার শতাধিক বছরের ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ নিউইয়র্ক সিটির বার্ষিক বাজেট বিশ্বের শতাধিক দেশের পৃথক বাজেটের চেয়েও বেশি। যা নিউইয়র্ক সিটি হল প্রশাসনের মাধ্যমে ব্যয় হয়ে থাকে। আর আয়-ব্যায়ের দায়িত্ব বর্তায় নির্বাচিত নিধি কমাট্রোলারের উপর।
এজন্য একজন কাউন্সিল মেম্বারকে চেয়ারম্যান করে রয়েছে একটি ফাইন্যান্স কমিটি। সিটি হলের বর্তমান ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ডিস্ট্রিক্ট ৪৩ থেকে নির্বাচিত কাউন্সিল মেম্বার জাস্টিন ব্র্যানান। ব্রুকলিনের বেরিজ-বেনসনহার্স্ট এলাকা থেকে নির্বাচিত জাস্টিন ব্র্যানান সিটির পরবর্তী কম্পট্রোলার পদে প্রার্থীতা ঘোষণা করেছেন। নিউইয়র্ক সিটির এ নির্বাচন ২০২৫ এর নভেম্বরে অনুষ্ঠিত হবে। সিটি কাউন্সিলের এই নির্বাচনকে সামনে রেখে ব্র্যানান ইতোমধ্যে সিটির বিভিন্ন বরোতে প্রচারণার পাশাপাশি করছেন মতবিনিময়। এরই অংশ হিসেবে গত ৩ অক্টোবর জ্যামাইকার স্থানীয় বাংলাদেশিদের সাথে মতবিনিময় করেন।
নিউইয়র্কভিত্তিক অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘বাংলাদেশি আমেরিকান হিউম্যানিটেরিয়ান এইড লিডারশিপ আউটরিচ’-ভালো’র এই আয়োজনে অংশ নেন কমিউনিটি নেতৃবৃন্দ। স্থানীয় জ্যামাইকা সেন্ট্রাল মিলনায়তনে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত সভায় কাউন্সিল মেম্বার জাস্টিন ব্র্যানান বাংলাদেশি কমিউনিটির সহযোগিতা কামনা করেন। জাস্টিন ব্র্যানান সিটির উন্নয়ন ও নির্মল প্ররিবেশ গড়ে তোলার জন্য বাংলাদেশিদের প্রশংসা করেন।
তিনি বলেন, মিটির ১১৩ বিলিয়ন ডলারের বিশাল বাজেটের সুষম বন্টনের বিষয়টি সকল কমিউনিটির মানুষের জন্য নিশ্চিত করতে হবে। বিশেষ করে নাগরিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশসহ সর্বক্ষেত্রে আনতে হবে সমতা। তিনি সিটির বাজেটের অর্থ ব্যয়ের অপ্রয়োজনীয় দিকগুলো পরিহারের প্রতি গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, কঠোর পরিশ্রমী সিটিবাসীর জন্য কর্তৃপক্ষকে আরো সুযোগ-সুবিধা ও চাকরির সুযোগ সৃষ্টি করতে হবে। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবি মানুষের পাশে দাঁড়াতে হবে সিটি প্রশাসনকে। কম্পট্রোলার নির্বাচিত হলে তিনি জনগণের চাহিদা অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করবেন বলে ঘোষণা দেন। কাউন্সিলনম্যান ব্রানান উপস্থিত ব্যক্তিবর্গের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানটির সার্বিক আয়োজন ও উপস্থাপনায় ছিলেন ভালো’র প্রধান নির্বাহী শাহারিয়ায় রহমান।