ছুরিকাঘাতে এমটিএ কর্মী গুরুতর আহত

ডেস্ক রিপোর্ট
  ১০ অক্টোবর ২০২৪, ১৩:২৭

নিউ ইয়র্কের ব্রুকলিনে ছুরিকাঘাতে এমটিএ কন্ডাক্টর ৬০ বছর বয়সি এমরায়ান পোলাক গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকালে ক্রাউন হাইটসের ইউটিকা অ্যাভিনিউ স্টেশনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এতে জড়িত সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। ব্রুকলিনের ক্রাউন হাইটসে এমটিএ কন্ডাক্টর এমরায়ান পোলাককে এলাপাথাড়ি কোপানোর পর তাকে উদ্ধার করতে ছুটে আসেন কর্মকর্তারা। মঙ্গলবার সকালে সাউথবাউণ্ড ট্রেইনে দায়িত্ব পালন করছিলেন ওই এমটিএ কর্মী।
৩০ বছর ধরে এমটিএতে কর্মরত ভুক্তভোগী এমরায়ান পোলাক। সংস্থাটির চেয়ার অ্যান্ড সিইও জেনো লিবার জানান, শেষ স্টেশনে যাত্রীদের ট্রেন থেকে নামার জন্য বলেন পোলাক। সন্দেহভাজনকে নামতে বলার পর বাকবিতণ্ডার এক পর্যায়ে তাকে এলোপাথাড়ি কোপানো শুরু করে। এমটিএ চিফ সিকিউরিটি অফিসার মাইকেল কেম্পার বলেন, ঘটানাস্থলের খুব কাছেই ছিল ট্রানজিট পুলিশ। হট্টগোল দেখে তারা দ্রুত সেখানে ছুটে যায়।
এরপর ২৪ বছর বয়সি হামলাকারীকে আটক করেন কর্মকর্তারা। ভুক্তভোগী পোলাককে কিংস কাউন্টি হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। কর্মকর্তারা বলেছেন, এই হামলা ট্রানজিটের অপরাধপ্রবণতার সবশেষ উদাহরণ। সাবওয়ে ট্রেইনের অসামঞ্জস্যপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা যাত্রী এবং কর্মীদের ওপর প্রভাব ফেলছে। এর আগেও ওই হামলাকারী এমটিএ কর্মী ও যাত্রীদের ওপর হামলা করেছিলেন বলে জানান জেনো লিবার।