দোদুল্যমান অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় কমলার পক্ষে সমাবেশ করলেন বারাক ওবামা

ডেস্ক রিপোর্ট
  ১১ অক্টোবর ২০২৪, ২১:৫১
আপডেট  : ১১ অক্টোবর ২০২৪, ২২:৪৯

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের পক্ষে দোদুল্যমান অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে যোগ দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল বৃহস্পতিবার পিটসবার্গ কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এ সমাবেশ।
গত জুলাইয়ে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালে দলীয় প্রার্থী মনোনীত হন কমলা হ্যারিস। এর পর থেকেই তাঁর পক্ষে ভোটারদের সমর্থন আকর্ষণে সোচ্চার ভূমিকা পালন করে চলেছেন বারাক ওবামা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ২০১৭ সালে দায়িত্বপালন শেষ করেন বারাক ওবামা। তবে ডেমোক্রেটিক পার্টির মধ্যে তাঁর আবেদন এখনো যথেষ্ট। ওবামা গতকাল কমলার পক্ষে ইউনিভার্সিটি অব পিটসবার্গে সমাবেশ করলেও এদিন নেভাদা ও অ্যারিজোনায় নির্বাচনী প্রচারে সময় ব্যয় করেন কমলা। নির্বাচনের আগে সামনের কয়েকটি সপ্তাহে ওবামা কমলার পক্ষে এমন আরও কয়েকটি দোদুল্যমান অঙ্গরাজ্যে প্রচার চালানোর পরিকল্পনা করছেন।
গতকাল সমাবেশে উপস্থিত সমর্থকদের উদ্দেশে সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘আমি বুঝতে পারছি, মানুষ কেন পরিবর্তন চাইছেন। আমি বুঝতে পারছি, লোকজন হতাশ। তাঁরা বুঝতে পারছেন যে আমরা আরও ভালো কিছু করতে পারি। আমি এটি বুঝতে পারছি না, কেন কেউ এটি ভাবতে পারেন যে ডোনাল্ড ট্রাম্প তাঁর জন্য ভালো কিছু করতে পরিবর্তন আনতে পারবেন।’
ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজের অহমিকা ও অর্থের ব্যাপারেই শুধু সচেতন। অন্যদিকে কমলা হ্যারিস মধ্যবিত্ত শ্রেণির মানুষকে জাগিয়ে তুলেছেন এবং তিনি যুক্তরাষ্ট্রের মূল্যবোধে বিশ্বাসী; যা ট্রাম্পের আচরণের বিপরীত। ট্রাম্প মিথ্যা ও শঠতার আশ্রয় নেন। সম্প্রতি আঘাত হানা হারিকেনে সরকারের সাড়া দেওয়া নিয়েও শঠতার আশ্রয় নেন তিনি।
ট্রাম্প তাঁর নিজের অহমিকা ও অর্থের ব্যাপারেই শুধু সচেতন বলে বক্তৃতায় অভিযোগ করেন বারাক ওবামা। অন্যদিকে তিনি জোর দিয়ে বলেন, কমলা হ্যারিস মধ্যবিত্ত শ্রেণির মানুষকে জাগিয়ে তুলেছেন এবং তিনি যুক্তরাষ্ট্রের মূল্যবোধে বিশ্বাসী; যা ট্রাম্পের আচরণের বিপরীত। ট্রাম্প মিথ্যা ও শঠতার আশ্রয় নেন। সম্প্রতি আঘাত হানা হারিকেনে সরকারের সাড়া দেওয়া নিয়েও শঠতার আশ্রয় নেন তিনি।
আগামী নির্বাচনকে মার্কিন নীতির পাশাপাশি (প্রার্থীর) আচরণ ও মূল্যবোধ নির্ধারণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন ওবামা। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আবাসন ও করব্যবস্থা নিয়ে কমলার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। আগে কোনো প্রেসিডেন্ট প্রার্থী যে কাজের জন্য প্রস্তুত ছিলেন না, কমলা সেই কাজ করতে প্রস্তুত আছেন। তিনি আরও বলেন, আপনারা কমলার মধ্যে সত্যিকারের পরিকল্পনা দেখতে পাবেন। আর ট্রাম্পের মধ্যে পরিকল্পনার ধারণা পাবেন।
কমলার পক্ষে শুধু বারাক ওবামা নন, প্রচার চালাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনও। প্রচারের অংশ হিসেবে চলতি সপ্তাহের শেষভাগে নর্থ ক্যারোলাইনায় যাওয়ার আগে আগামী রবি ও সোমবার জর্জিয়ায় যাত্রাবিরতি করবেন ক্লিনটন। নর্থ ক্যারোলাইনায় গ্রামীণ ভোটারদের কাছে টানার চেষ্টা করবেন তিনি।
নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জনমত জরিপে কমলা হ্যারিস ও তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। আর হোয়াইট হাউসে যাওয়ার জন্য দোদুল্যমান অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় জয় পাওয়া এ দুই প্রার্থীর জন্যই হয়ে উঠতে পারে খুব গুরুত্বপূর্ণ।
এদিকে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জনমত জরিপে কমলা হ্যারিস ও তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। আর হোয়াইট হাউসে যাওয়ার জন্য দোদুল্যমান অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় জয় পাওয়া এ দুই প্রার্থীর জন্যই হয়ে উঠতে পারে খুব গুরুত্বপূর্ণ।