ইসলামিক স্টেটকে মার্কিন সেনাদের ওপর মারাত্মক অতর্কিত হামলা চালাতে সাহায্য করার জন্য এক মার্কিন সেনাকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দেশটির বিচার বিভাগ ১১ অক্টোবর (শুক্রবার) এই তথ্য জানিয়েছে। ২৪ বছর বয়সী ওই সেনার নাম কোল ব্রিজ, তিনি কোল গঞ্জালেস নামেও পরিচিত। শাস্তি শেষে কারাগার থেকে ১০ বছরের তত্ত্বাবধানে তিনি মুক্তি পাবেন বলে বিচার বিভাগ জানিয়েছে। ব্রিজের বিরুদ্ধে অভিযোগ আনা হয় ২০২১ সালে।
অভিযোগে বলা হয়, ব্রিজ সহকর্মী সেনাদের কীভাবে হত্যা করা যায় সে সম্পর্কে কিছু ব্যক্তিদের সামরিক পরামর্শ এবং নির্দেশনা দিয়েছিলেন। যাদেরকে তিনি আইএসআইএসের অংশ বলে মনে করত। কোল ব্রিজ ২০২৩ সালের জুনে সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত হন।
তিনি ২০১৯ সালে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। বিভাগের মতে, তিনি সেনাবাহিনীতে যোগদানের আগেই অনলাইন প্রোপাগান্ডা নিয়ে গবেষণা ও প্রচার শুরু করেন। এ ছাড়া ‘জিহাদি ও তাদের মতাদর্শকে প্রচার করা এবং সোশ্যাল মিডিয়াতে আইএসআইএস ও জিহাদের প্রতি তার সমর্থন জানান।’ সূত্র : রয়টার্স