আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের জয় নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছে। সাম্প্রতিক জরিপে তিনি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তুলনায় ২ পয়েন্ট এগিয়ে থাকলেও গুরুত্বপূর্ণ ‘ব্যাটল গ্রাউন্ড’ অঙ্গরাজ্যগুলোতে তার পরিস্থিতি অনুকূল নয়। মিশিগানে, কমলার অবস্থান ট্রাম্পের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে থাকলেও, সেখানে মুসলিম ও আরব ভোটারদের মধ্যে অসন্তোষ লক্ষ্য করা যাচ্ছে। গাজায় এবং লেবাননে ইসরায়েলি হামলার কারণে এই ভোটাররা ডেমোক্র্যাটদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
পেনসিলভানিয়ায় কমলা ১ পয়েন্ট পিছিয়ে পড়েছেন। এই অঙ্গরাজ্যে আফ্রিকান-আমেরিকান পুরুষদের মধ্যে তার সমর্থন কম এবং কলেজ ডিগ্রি নেই এমন শ্বেতাঙ্গ পুরুষদের মধ্যে ট্রাম্প এগিয়ে। এই অঙ্গরাজ্যে নারী ভোটারদের মধ্যে কমলার সমর্থন থাকলেও, পুরুষ ভোটারদের মধ্যে তার দুর্বলতা সমস্যা তৈরি করছে। অন্যদিকে, অ্যারিজোনাতে হিস্পানিক ভোটারদের মধ্যে ট্রাম্পের প্রতি সমর্থন বাড়ছে। যদিও কমলা এখানে এগিয়ে। এ ছাড়া প্রায় ৩৫ শতাংশ হিস্পানিক ভোটার এখনও সিদ্ধান্ত নেননি।
এদিকে নির্বাচনের মাত্র তিন সপ্তাহ বাকি থাকায়, কমলাকে তথ্য বিকৃতি ও মিথ্যাচারের বিরুদ্ধে লড়তে হচ্ছে। ট্রাম্পের মিথ্যা অভিযোগ এবং দক্ষিণাঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে যুক্ত রাজনৈতিক কৌশল পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সব মিলিয়ে ৫ নভেম্বরের নির্বাচনে কমলা হ্যারিসের বিজয়ের সম্ভাবনা নিয়ে এখনই কিছু বলা কঠিন। তবে পরিস্থিতি যেকোন মুহূর্তে অপ্রত্যাশিত মোড় নিতে পারে।