টেনেসিতে বন্দুক সহিংসতায় নিহত ১

ডেস্ক রিপোর্ট
  ১৪ অক্টোবর ২০২৪, ১৪:২৩

টেনেসির ন্যাশভিলে টেনেসি স্টেইট ইউনিভার্সিটির কাছে শনিবার বিকেলে বন্দুক সহিংসতায় একজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় আহত হয়েছে আরো অন্তত নয় জন। আহতদের মধ্যে তিনজনের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে বলে জানায় পুলিশ। টেনেসির ন্যাশভিলে টেনেসি স্টেইট ইউনিভার্সিটির কাছে শনিবার বিকেলে বন্দুক সহিংসতায় একজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় আহত হয়েছে আরো অন্তত নয় জন। আহতদের মধ্যে তিনজনের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে বলে জানায় পুলিশ।
টেনেসি স্টেইট ইউনিভার্সিটিতে শনিবার হোমকামিং অনুষ্ঠান চলাকালীন বিকেল ৫টার পর পর কয়েক ব্লক দুরেই দুই দলের মধ্যে গুলি বিনিময় শুরু হয়।
কর্মকর্তাদের মতে, গোলাগুলিতে আশপাশের পথচারীরা গুলিবিদ্ধ হয়। তাদের মধ্যে ২৪ বছর বয়সী একজন মৃত্যুবরণ করেন। আহতদের মধ্যে কয়েকজন সহিংসতায় জড়িত বলেও ধারণা পুলিশের। পুলিশ জানায়, গুলিবিদ্ধদের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক। তবে তারা স্থিতিশীল অবস্থায় রয়েছে। ঘটনাস্থল থেকে একটি হ্যান্ডগান উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে সন্দেহভাজন তা ব্যবহার করেছে।
কর্তৃপক্ষ জানায়, পুলিশ ও ফায়ার ডিপার্টমেন্টের বেশ কিছু সদস্য প্যারেড উপলক্ষ্যে সকাল থেকেই সেখানে উপস্থিত ছিলেন। ঘটনার পরে কর্মকর্তারা আহতদের প্রাথমিক চিকিৎসা দেয় বলে জানান ন্যাশভিল ফায়ার ডিপার্টমেন্টের সদস্য কেন্ড্রা লোনি। পুলিশের এই কর্মকর্তা বলছেন, অল্প কয়েকজনের জন্য পুরো অনুষ্ঠানে অস্থিরতা তৈরি হয়েছে যা একদমই মেনে নেয়া যায় না। এই ঘটনায় অন্যান্য পথচারীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।