মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট চলছে পুরোদমে, কমলা-ট্রাম্প সমানে সমান

ডেস্ক রিপোর্ট
  ২২ অক্টোবর ২০২৪, ২৩:০৯

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে দেশটির কয়েকটি অঙ্গরাজ্যে পুরোদমে চলছে আগাম ভোট গ্রহণ। সর্বশেষ আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে ফ্লোরিডা ও উইসকনসিনে। নির্বাচনী এ লড়াইয়ে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিসের অবস্থান প্রায় সমানে সমান।
দুই প্রার্থীর মধ্যে, বিশেষ করে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোয় হাড্ডাহাড্ডি লড়াই চলছে। প্রেসিডেন্ট নির্বাচনের জয়-পরাজয়ে বড় ভূমিকা রাখতে পারে এসব অঙ্গরাজ্য।
জরিপে দেখা গেছে, ৪৭ শতাংশ নিবন্ধিত ভোটার বলেছেন, তাঁরা নিশ্চিতভাবে কিংবা সম্ভবত কমলা হ্যারিসকেই ভোট দেবেন। ডোনাল্ড ট্রাম্পের পক্ষে সমর্থনও ৪৭ শতাংশ। সম্ভাব্য ভোটারদের ৪৯ শতাংশ বলেন, তাঁরা কমলাকে সমর্থন দেবেন। আর ৪৮ শতাংশ ট্রাম্পকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন।
ওয়াশিংটন পোস্টের এক জরিপের ফলাফলে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ওই আভাস পাওয়া গেছে। গতকাল সোমবার এ ফলাফল প্রকাশ করা হয়।
জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৪৭ শতাংশ নিবন্ধিত ভোটার বলেছেন, তাঁরা নিশ্চিতভাবে কিংবা সম্ভবত কমলা হ্যারিসকেই ভোট দেবেন। ডোনাল্ড ট্রাম্পের পক্ষে সমর্থনও ৪৭ শতাংশ। সম্ভাব্য ভোটারদের ৪৯ শতাংশ বলেন, তাঁরা কমলাকে সমর্থন দেবেন। আর ৪৮ শতাংশ ট্রাম্পকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন।
ডিস্ট্রিক্ট অব কলম্বিয়াসহ ৪৭টি অঙ্গরাজ্যে আগাম ভোটের প্রস্তুতি চলছে। গতকাল সোমবার ফ্লোরিডায় আগাম ভোট শুরু হয়, উইসকনসিনে শুরু হয়েছে আজ মঙ্গলবার। আগাম ভোট গ্রহণ মূলত নির্বাচনের দুই সপ্তাহ আগে শুরু হয়। চলে ৩ নভেম্বর পর্যন্ত।
গত সপ্তাহে জর্জিয়ায় আগাম ভোট গ্রহণ শুরু হয়। সেখানে এবার রেকর্ডসংখ্যক ভোটার ব্যালট সংগ্রহ করেন।
অঙ্গরাজ্যগুলোর মধ্যে শুধু আলাবামা, মিসিসিপি ও নিউ হ্যাম্পশায়ারে আগাম ভোট হয় না। ডাকযোগে ভোট দেওয়ার ক্ষেত্রেও এসব অঙ্গরাজ্যে কড়াকড়ি রয়েছে।

চলতি অক্টোবরের প্রথম সপ্তাহে ওয়াশিংটন পোস্ট ভোটারদের ওপর জরিপ চালায়। এতে ৫ হাজারের বেশি নিবন্ধিত ভোটার অংশ নেন। এ ছাড়া বড়সংখ্যক অনিবন্ধিত ভোটারের সঙ্গে কথা বলেছে পত্রিকাটি। এই ভোটাররা দুই প্রার্থীর কাউকেই সমর্থন করছেন না।

ফাইভথার্টিএইট নামের একটি ওয়েবসাইটে আগের বিভিন্ন জরিপের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, কমলার চেয়ে কিছুটা এগিয়ে আছেন ট্রাম্প। তবে দুজনের মধ্যকার ব্যবধান এতটাই কম যে এটিকে পরিসংখ্যানগতভাবে সমান-সমান বলে ধরা হচ্ছে।
এদিকে ফাইভথার্টিএইট নামের একটি ওয়েবসাইটে আগের বিভিন্ন জরিপের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, কমলার চেয়ে কিছুটা এগিয়ে আছেন ট্রাম্প। তবে দুজনের মধ্যকার ব্যবধান এতটাই কম যে এটিকে পরিসংখ্যানগতভাবে সমান-সমান বলে ধরা হচ্ছে।
পোস্ট স্কারের সাম্প্রতিক এক জরিপের পর থেকে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোয় ট্রাম্পের প্রতি সমর্থন প্রায় অপরিবর্তিত রয়েছে বলে দেখা গেছে। তবে প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে সরে যাওয়ার পর ডেমোক্রেটিক পার্টির বর্তমান প্রার্থী কমলার প্রতি সমর্থন ৬ শতাংশ বেড়েছে।
এদিকে অ্যারিজোনা অঙ্গরাজ্যে নিবন্ধিত ভোটারদের মধ্যে কমলার তুলনায় ট্রাম্পের সমর্থন ৬ পয়েন্ট বেড়েছে। নর্থ ক্যারোলাইনাতেও ট্রাম্পের সমর্থন কমলার চেয়ে ৪ পয়েন্ট বেড়েছে। তবে এসব অঙ্গরাজ্যে সম্ভাব্য ভোটারদের মধ্যে ট্রাম্পের সমর্থন কিছুটা কমেছে।
অন্যদিকে জর্জিয়ার নিবন্ধিত ভোটারদের মধ্যে ট্রাম্পের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে কমলা আর সম্ভাব্য ভোটারদের সমর্থনের ক্ষেত্রে এগিয়ে আছেন ৪ পয়েন্টে। মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিনে কমলা ট্রাম্পের চেয়ে কিছুটা এগিয়ে আছেন। নেভাদায় ট্রাম্পের চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে আছেন কমলা।