ছাত্রশিবির সভাপতি

জাহেলিয়াত চিন্তার স্থানে ইসলামী সংস্কৃতি প্রতিস্থাপন করতে হবে

ডেস্ক রিপোর্ট
  ০৬ নভেম্বর ২০২৪, ১৮:৫৩

বর্তমান সমাজে প্রচলিত জাহেলিয়াতপূর্ণ চিন্তা ও মূল্যবোধ আমাদের জাতির অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। এসব ভুল ধারণার বিরুদ্ধে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির প্রতিস্থাপন অপরিহার্য বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।
বুধবার (৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ছাত্রশিবিরের প্রকাশনা সামগ্রীর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ইসলাম শুধুমাত্র একটি ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। যা মানবতার সঠিক পথপ্রদর্শন করে। ইসলামী সংস্কৃতি ও নীতির মাধ্যমে আমরা চিন্তায় আমূল পরিবর্তন আনতে পারবো, যা সমাজকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। এটি আমাদের জাতির প্রকৃত মুক্তি ও সমৃদ্ধির পথে একমাত্র সঠিক দিশা।
কেন্দ্রীয় সভাপতি আরও বলেন, ইসলামী সভ্যতা ও সংস্কৃতির সঠিক অনুধাবন তরুণ ছাত্রদের মধ্যে গড়ে তোলার প্রয়াসে ছাত্রশিবির কাজ করে যাচ্ছে। পশ্চিমা বয়ান শুনে যারা ইসলামকে শুধুমাত্র একটি ধর্ম হিসেবে মনে করেছে, তাদেরকে ইসলামের বিশালতা বোঝানোর জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে, যার ধারাবাহিকতায় আমরা আমাদের প্রকাশনাসামগ্রী সেই আলোকে সাজিয়েছি।
শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র-জনতার অভ্যুত্থানের মূল স্পিরিট ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই ধারণ করে আসছে। জুলুম ও নির্যাতন উচ্ছেদ করে একটা বৈষম্যহীন সমাজ গঠন করার লক্ষ্যেই ইসলামী ছাত্রশিবির গঠিত হয়।
উল্লেখ্য, প্রতিবছরেই প্রকাশনা সামগ্রী প্রকাশ করে ছাত্রশিবির। এবারের প্রকাশনার মধ্যে রয়েছে তিন পাতা ক্যালেন্ডার, এক পাতা বড়ো ক্যালেন্ডার, এক পাতা ছোটো ক্যালেন্ডার, ডেস্ক ক্যালেন্ডার, ইয়ার প্লানার, ইংরেজি বড়ো ডায়েরি, বাংলা বড়ো ডায়েরি, মাঝারি ডায়েরি ও পকেট ডায়েরি, ইসলাম ও সচেতনতামূলক বাণীসংবলিত স্টিকার প্রভৃতি।