যুক্তরাষ্ট্রের নির্বাচনী ফলাফলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে বিরূপ প্রভাব পড়বে বলে মনে করেন না নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
বুধবার (৬ নভেম্বর) আমেরিকান সেন্টারে আয়োজিত ‘ইউএস ইলেকশন পার্টি’ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে অব্যাহতভাবে প্রায় আড়াইশ বছরের বেশি সময় ধরে গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকারিতা প্রদর্শন করেছে। আমরা একটা অপেক্ষাকৃত নতুন রাষ্ট্র, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে অনেক রকম পরীক্ষা নিরিক্ষা হচ্ছে। তাদের পদ্ধতি ও আমাদের পদ্ধতি ভিন্ন। আমাদের পার্লামেন্টারি সিস্টেম দুর্ভাগ্যবশত স্থিতিশীল হয়নি। অনেক টালমাটাল অবস্থার মধ্য দিয়ে আমরা গেছি। অনেক উত্থান পতনের মধ্য দিয়ে আমরা গিয়েছি। মার্কিন যুক্তরাষ্ট্রও বর্তমানে শঙ্কার মধ্যে আছে। তারাও সংকটের মধ্যে আছে, ভয়াবহ সংকটের মধ্যে আছে। তাদের মধ্যে যে বিভাজন সেটা ভয়ানক। এবার কী হবে সেটা নিয়ে অনেকে শঙ্কিত। কমলা যদি স্বল্প ব্যবধানে জিতে তাহলে সংকট হতে পারে, শুধু সংকট না সহিংসতাও হতে পারে। এটা অনেকে আশঙ্কা করছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদিও ট্রাম্প একটা টুইট করেছেন এবং এটি তার ভোটের বিবেচনায় ভারতীয়দের ভোট পাওয়ার জন্য করেছেন। আমি নিশ্চিত ট্রাম্প বাংলাদেশ কোথায় সেটাও জানে না। আমার মনে হয় না এটার কোনো বিরূপ প্রভাব পড়বে।