অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক, পরিকল্পনা এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, দেশ পরিচালনায় এখন যে সরকার দায়িত্ব পেয়েছে সেটা কোনো নির্বাচনের মাধ্যমে আসা সরকার নয়। সরকারে আমরা বেশিদিন থাকবো না। তবে কিছু সংস্কার করে দিয়ে যেতে চাই। যে পদচিহ্ন ধরে পরবর্তী সরকার ঠিকভাবে অর্থনীতি পরিচালনা করবে।
তিনি বলেন, তবে পরবর্তী সরকার এসে যদি আবার সব আইন বাতিল করে দেয় তাহলে আর হবে না। একটি ভাঙাচোরা অর্থনীতির দায়িত্ব পেয়েছি আমরা। এটাকে সংস্কার করা এত সোজা নয়, অনেক কঠিন। তারপরও অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব আমরা সে সংস্কার করে যেতে চাই।
মঙ্গলবার (৫ নভেম্বর) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসব কথা বলেন ড. সালেহ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, এখন অর্থনৈতিক সেক্টরে অনেক ভালো ভালো নিউজ হচ্ছে। এ উদাহরণ আগে ছিল খুবই কম। তবে সাংবাদিকদের প্রতি মনে রাখার মতো কাজ করার আহ্বান জানান তিনি। যার মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হবে।
মোবাইল সার্ভিস নগদের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার মতো পরিবেশ তৈরি করতে হবে। যাতে বিকাশের মতো নগদেও বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করে।
আয়োজিত অনুষ্ঠানে ১৭ ক্যাটাগরিতে ১৯ সাংবাদিককে পুরস্কৃত করা হয়। এর মধ্যে শেয়ার মার্কেট ক্যাটাগরিতে বিজনেস স্ট্যান্ডার্ডের স্টাফ রিপোর্টার সালাহউদ্দিন মাহমুদ, কৃষি ও খাদ্য নিরাপত্তা খাতে প্রথম আলোর আরিফুর রহমান, ব্যাংক ও ইনস্যুরেন্স খাতে যৌথভাবে ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার শফিক ইসলাম ও বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর সাজ্জাদুর রহমান।
ডিজিটাল ইকনোমিক ক্যাটাগরিতে যৌথভাবে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি দৌলত আক্তার মালা ও যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তৌহিদ হোসেন পাপান পুরস্কার পান।
অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুরস্কার পান সমকালের বিশেষ প্রতিনিধি ওবায়দুল্লাহ রনি ও ইউনবির বিশেষ প্রতিনিধি ছদরুল হাসান, বেসরকারি খাতে ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার আহসান হাবিব রাসেল ও নিউজ টোয়েন্টিফোরের বিশেষ প্রতিনিধি বাবু কামরুজ্জামান, অবজেক্টিভ ইকনোমিক ক্যাটাগরিতে প্রথম আলোর ডেপুটি চিফ রিপোর্টার রাজীব আহমেদ, চ্যানলে ২৪ এর বিশেষ প্রতিনিধি ইকবাল আহসান এবং শেয়ার বিজের নির্বাহী সম্পাদক ইসমাইল আলী।
ম্যাক্রো ইকোনমিক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিবেদক ফখরুল ইসলাম হারুন ও বিজনেস স্ট্যান্ডার্ডের বিশেষ প্রতিনিধি জেবুন্নেসা আলো, রাজস্ব ক্যাটাগরিতে দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিবেদক মোহাম্মদ জাহাঙ্গীর শাহ কাজল ও আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার জিয়াদুল ইসলাম এবং বিশেষ মেনশন ক্যাটাগড়িতে কালবেলার নিউজ এডিটর রাজু আহমেদ ও ৭১ টিভির বিশেষ প্রতিনিধি সুশান্ত কুমার সিনহা পুরস্কার পেয়েছেন।