১৭ বছর শেখ হাসিনা এই দেশকে লুটেপুটে খেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি শেষে সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
দুলু বলেন, অল্প সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। পলিটিক্যাল গভমেন্ট ছাড়া দেশ পরিচালনা করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, স্বৈরাচারী সরকার দেশ থেকে পালিয়েছে। ছাত্র-জনতা ও বিএনপির নেতাকর্মীরা দ্বিতীয় স্বাধীনতায় যোগ দেওয়ায় পালিয়েছেন শেখ হাসিনা। বিএনপির আত্মত্যাগ দেশের জনগণ স্বীকার করে।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ গঠনে ৩০ দফা সংস্কারের দাবি জানিয়েছেন। জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করে এই দেশকে পরিচালনা করা সম্ভব। কেননা আর যাই হোক অন্তর্বর্তী সরকারকে দিয়ে দেশ পরিচালনা সম্ভব না।
এসময় রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুর নবী ডন, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর কৃষক দলের সভাপতি শাহনেওয়াজ লাবুসহ মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।