বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, যারা ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের সুবিধা নিয়েছেন তাদের জায়গা বিএনপিতে হবে না।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মুকসুদপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বিপ্লব ও সংহতি দিবসের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেলিমুজ্জামান সেলিম বলেন, যেসব নেতাকর্মী ফ্যাসিস্ট সরকারের আমলে জেল, জরিমানা, নির্যাতনের শিকার, পুলিশের ভয়ে পালিয়ে সভা-সমাবেশ করেছেন, দলের জন্য কাজ করেছেন, দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তারাই হলেন বেগম খালেদা জিয়ার সৈনিক। তারাই আগামীর অহংকার তারেক জিয়ার সৈনিক। কোনো সুবিধাভোগীর জায়গা বিএনপিতে হবে না।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজুর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, উপজেলা বিএনপির সহ-সভাপতি সোহরাব হোসেন, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মুন্নু প্রমুখ।
সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমকে এমপি প্রার্থী হিসেবে দেখতে চান বলে আশাবাদ ব্যক্ত করেন।