‘শ্রমিকদের অধিকার আদায়ে বদ্ধপরিকর জামায়াতে ইসলামী’

ডেস্ক রিপোর্ট
  ০৮ নভেম্বর ২০২৪, ২১:৪৬

 

‘৫ আগস্ট ছাত্র আন্দোলনের পর এখন যে পরিবেশ আসছে, শ্রমিকদের নিজেদের অধিকার ফিরে পাওয়ার সময়। দেশে শ্রমিকসহ যে কারো অধিকার পূর্ণাঙ্গ আদায়ে বদ্ধপরিকর জামায়াতে ইসলামী।’


শুক্রবার (৮ নভেম্বর) মিরসরাই সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে শ্রমিক সমাবেশে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, বিভিন্ন মিল ফ্যাক্টরিতে বিদেশি শ্রমিক নিয়োগ দিয়ে নিজের দেশের লোকদের বেকারত্বের এক বিরাট বোঝা চাপিয়ে দিয়েছিল গত ফ্যাসিবাদী সরকার। একটি নির্দিষ্ট দেশের মন ভরাতে গিয়ে তারা ১৭টি বছর এদেশের শ্রমিকসহ জনসাধারণের ওপর নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণের স্টিম রোলার চালিয়েছে।
বক্তারা আরও বলেন, তারা বিভিন্ন স্থানে নিজেদের আধিপত্য বিস্তার করে গায়ের জোরে শ্রমিকদের শ্রম নিয়ে সময়মতো ও উপযুক্ত কোনো পারিশ্রমিক পর্যন্ত দেয়নি। ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে এখন যে পরিবেশ আসছে, আমাদের শ্রমিক ভাইদের নিজেদের অধিকার ফিরে পাওয়ার সময়।
ইসলামভিত্তিক সমাজ বিনির্মাণ ও ইসলামী শ্রমনীতি গঠনের লক্ষে মিরসরাই শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শ্রমিক কল্যাণ ফেডারেশন মিরসরাই উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম টিটুর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। কোরআন তেলাওয়াত করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল্লাহ আল মামুন।
আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি নুরুন্নবী, জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা শাখার আমির নুরুল কবির, মিরসরাই পৌরসভা জামায়াতের আমির মাওলানা শিহাব উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মিরসরাই শহর সাথী শাখার সভাপতি মো. সাকিব প্রমুখ।