আ’লীগ নেতাকর্মীদের রফিকুল ইসলাম

আপনাদের নেত্রী দেশে ফিরবেন না, উঁকিঝুঁকি যারাই মারবেন বিপদে পড়বেন

ডেস্ক রিপোর্ট
  ২২ নভেম্বর ২০২৪, ১৯:০১

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ করে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, যারা মাঝেমধ্যে উঁকিঝুঁকি মারার চেষ্টা করছেন তাদের বলবো, আপনাদের নেত্রী আর কখনো দেশে ফিরবেন না। তাই উঁকিঝুঁকি যারাই মারবেন তারাই এখন বিপদে পড়বেন।
শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় চিলড্রেন পার্কে ইয়ুথ ফোরাম অব নারায়ণগঞ্জ আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সকালে স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থ বিনোদন এবং মাদকমুক্ত আদর্শ সমাজ বিনির্মাণে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে ইয়ুথ ফোরামের ব্যানারে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে র্যালিটি শহর প্রদক্ষিণ করে চিলড্রেন পার্কে গিয়ে শেষ হয়।
রফিকুল ইসলাম খান বলেন, ‘প্রায় সময় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা শুনি, উনি (শেখ হাসিনা) নাকি টুস করে দেশে ঢুকে পড়বেন। এই কথা পাগলও বিশ্বাস করে না। সরকারের প্রত্যেকটি বাহিনীসহ হেলমেট লীগ, সন্ত্রাসী লীগ, যুবলীগ হাতে থাকার পরও যে মহিলা নেতাকর্মীদের রেখে পালিয়ে যায়, তিনি আবারও দেশে আসবেন; এটা হতে পারে না।’
তিনি বলেন, ‘আমাদের নেতা শহীদ মতিউর রহমান নিজামী, শহীদ আলী আহসান মুজাহিদসহ অনেকের ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু কেউ পালানোর চিন্তা করে নাই। আমাদের নেতা মীর কাশেম আলী ছিলেন আমেরিকায়। উনি তখন জানতেন তাকেও মামলার আসামি করা হবে। তবুও উনি বীরের মতো দেশে আসেন। উনারা এজন্য পালান নাই, তারা জানেন তারা কোনো অপরাধ করেন নাই।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে জামায়াত নেতা রফিকুল ইসলাম খান বলেন, ‘অবিলম্বে শেখ হাসিনাসহ ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জোর দাবি জানাচ্ছি। সেইসঙ্গে প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো ফ্যাসিবাদের যেসব দোসর রয়েছেন, তাদের অবিলম্বে অপসারণ করে সৎ, দক্ষ, ন্যায়পরায়ণ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বসাতে হবে।’
ইয়ুথ ফোরাম অব নারায়ণগঞ্জের সভাপতি মুহাম্মদ জামাল হোসাইনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের ইসলামীর যুব বিভাগ ও সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব যুবাইর, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল ইসলাম খান মিলন, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও উপদেষ্টা মঈনুদ্দিন আহমেদ এবং নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর প্রধান উপদেষ্টা ও আমির মুহাম্মদ আবদুল জব্বার প্রমুখ।