বিএনপির সঙ্গে দূরত্ব ‘গুজব’

জামায়াত সেক্রেটারি
ডেস্ক রিপোর্ট
  ২২ নভেম্বর ২০২৪, ২২:১৮

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি আমাদের শরিক দল। আমরা একসঙ্গে ‘ফ্যাসিস্টবিরোধী’ আন্দোলন করেছি। বিএনপির সঙ্গে আমাদের সম্পর্ক এখনও সেই আগের মতই। যারা বিএনপির সঙ্গে আমাদের সম্পর্কে দূরত্ব দেখছে, তারা গুজব সৃষ্টিকারী।
শুক্রবার (২২ নভেম্বর) মেহেরপুর শামসুজ্জোহা পার্কে দলের কর্মীসভায় এসব কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।
তিনি বলেন, খুব বেশি সময় নয় আবার দুই তিন মাসও নয়। আমরা সংস্কারের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকারকে গ্রহণযোগ্য সময় দিতে চাই। তবে এই যৌক্তিক সময় কতদিন বা কত বছর তা নির্দিষ্ট করে বলা মুশকিল। নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন ও নির্বাহী বিভাগ সংস্কারের পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলেই জাতীয় নির্বাচন হতে পারে।
গোলাম পরওয়ার বলেন, এখন প্রশাসন এবং রাষ্ট্রকে সংস্কার জরুরি একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। তাই আমরা আগে সংস্কার, তারপর নির্বাচন দাবি করছি।
তিনি বলেন, আগামী নির্বাচনে আমরা ইসলামী দলগুলোর সঙ্গে জোটগতভাবে জাতীয় নির্বাচন করার প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেছি। দল সেভাবেই সংগঠিত হচ্ছে।
তিনি আরও বলেন, গণতন্ত্রের স্বার্থে যারা ঐক্যবদ্ধ থাকবে তাদের সাথেই জোটবদ্ধ নির্বাচন করবে জামায়াত।
মেহেরপুর জেলা জামায়াতের আমির তাজউদ্দিন খাঁনের সভাপতিত্বে এই কর্মীসভায় বক্তব্য রাখেন দলের জেলা শাখার সেক্রেটারি ইকবাল হোসেন, চুয়াডাঙ্গা জেলা আমির রুহুল আমিন, যশোর-কুষ্টিয়া অঞ্চল টিমের সদস্য আলমগীর বিশ্বাস, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন।