জীবন দেবো, তবু দেশের এক ইঞ্চি জমি কাউকে দেবো না

জামায়াত আমির
ডেস্ক রিপোর্ট
  ০১ ডিসেম্বর ২০২৪, ২৩:০৩

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের আকাশের কালো মেঘ পুরোপুরি কেটে যায়নি। কালো শকুন থাবা মেলার চেষ্টা করছে এখনও। তবে মহান আল্লাহর ওপর ভরসা রেখে বলতে পারি— জীবন দেবো, তবু দেশের এক ইঞ্চি জমি কাউকে দেবো না।
জামায়াত আমির বলেন, আল্লাহ যদি সুযোগ দেন তাহলে সবাই মিলে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করবো। আমরা এমন একটি দেশ চাই যেখানে কোনো হানাহানি থাকবে না। মন্দির পাহারা দেওয়ার দরকার হবে না।
রোববার (১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠের সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ থাকবো। আগামীতে যত চ্যালেঞ্জ আসবে আল্লাহর ওপর ভরসা রেখে মোকাবিলা করবো। আমরা দারুণ আশাবাদী যে আগামীতে একটি সোনালি বাংলাদেশ গঠন করা যাবে।
ডা. শফিকুর রহমান বলেন, আমাদের ব্যাপারে অপবাদ- জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের ঘর থেকে বের হতে দেবে না। ভাব এমন যেন, সব ঘরের জন্য আমরা পিতলের তালা তৈরি করে রেখেছি। ক্ষমতায় যাওয়ার পরদিন পুরুষদের ডেকে বের করে বাইরে থেকে তালা মেরে দেব যে তোমরা আর বের হতে পারবে না নারীরা যারা আছ।
জেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ বদরুদ্দীনের সভাপতিত্বে সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এএইচ হামিদুর রহমান আযাদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় শুরা সদস্য আবদুল তাওয়াব, সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের ছেলে আলী আহসান মাবুরুর ও সাবেক ডেপুটি জেনারেল সেক্রেটারি আব্দুল কাদের মোল্লার ছেলে হাসান মওদুদ।