কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ। ভারত এই উপমহাদেশের একটি বৃহৎ প্রতিবেশী দেশ। তারপরও আমরা চাই জিয়াউর রহমান যে সার্ক গঠন করেছেন, সে সার্কের আলোকেই উপমহাদেশের রাজনীতি চলবে। আমাদের সঙ্গে কারও বৈরিতা নেই, সবার বন্ধুত্বই থাকবে। কিন্তু কেউ প্রভুত্ব করতে আসলে বাংলার মানুষ মেনে নেবে না।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সভায় তিনি এ কথা বলেন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিন, সাবেক এমপি ও জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমনসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা এসময় উপস্থিত ছিলেন।