সরকার মনে হয় বিএনপির ওপর নারাজ

হাফিজ
ডেস্ক রিপোর্ট
  ২৪ ডিসেম্বর ২০২৪, ২৩:০০

অন্তর্বর্তী সরকার মনে হয় বিএনপির ওপর নারাজ বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, দ্রুত নির্বাচন দিলে মনে হয় বিএনপি ক্ষমতায় যাবে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর একটি হোটেলে ‘জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ উপলক্ষে ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান তিনি এ কথা বলেন।
হাফিজ বলেন, এমন ফুটবল টুর্নামেন্টের উদ্যোগ গ্রহণের জন্য আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাই। দেশে একমাত্র রাজনৈতিক দল হিসেবে বিএনপি-ই ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা গ্রহণ করে।
তিনি বলেন, আমি পূর্ব পাকিস্তানের সময়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে রাজনীতি করেছি এবং তার সঙ্গে ফুটবল খেলেছি। জনগণ আগামীতে যেন রাষ্ট্র পরিচালনায় বিএনপিকে বেছে নেন।
এই বিএনপি নেতা বলেন, আমি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি এবং জাতীয় দলের একজন খেলোয়াড় হিসেবে ইরান ও বিভিন্ন দেশে ফুটবল খেলতে গিয়েছি। পাকিস্তান জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছি। আওয়ামী লীগের শাসনামলে কাজী সালাউদ্দিন আহমেদ জাতীয় ফুটবল দলকে আওয়ামীকরণ করে ধ্বংস করেছেন। আমরা কিন্তু আওয়ামী লীগকে শাস্তি দেইনি, ওদের আল্লাহতায়ালা শাস্তি দিয়েছেন। আমি চাই বাংলাদেশে ফুটবল খেলার প্রচার হোক।
অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, আমরা এখনো মনে করছি রাষ্ট্রের অনেক প্রতিষ্ঠানে স্বৈরাচারী হাসিনা সরকারের দোসররা রয়েছে। দ্রুত তাদের বিতাড়িত করতে হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬টি থানার মধ্যে থেকে ভালো মানের ফুটবল খেলোয়াড় বের করে ৮টি ভাগে ভাগ করে একটি সুশৃঙ্খল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে। আরাফাত রহমান কোকোর ফুটবল টুর্নামেন্ট সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে।
তিনি বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আর কোনো দলীয়করণ হবে না। খেলার মাঠ, ক্রীড়াঙ্গন হবে রাজনীতি ও দলীয়করণ মুক্ত।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমীন বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক একজন সফল ফুটবল খেলোয়াড় ছিলেন। তার উদ্যোগে এমন ফুটবল টুর্নামেন্ট আয়োজন খুবই চমৎকার। গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তিনি গ্রেফতারসহ জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন। আমার এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে একটি মেধাবী ও ভালো মানের ফুটবল খেলোয়াড় বের করবো। গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকার ফুটবলসহ ক্রীড়াঙ্গনকে ধ্বংস করেছে। আমরা বাংলাদেশের জাতীয় ফুটবল পরিচালনা কমিটির সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখে দেশের প্রতিটি ইউনিয়নে ফুটবল মাঠ ও ভালো মানের খেলোয়াড় গঠনে দায়িত্বসহ ভূমিকা পালন করবো।
এ সময় সাবেক জাতীয় ফুটবলার সৈয়দ রুম্মান বিন অয়ালী সাব্বির, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি, সদস্য মোজাম্মেল হোসেন সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ‘জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়।