রাজধানীর বনানীতে পিকআপ চাপায় নারী পোশাকশ্রমিক নিহতের ঘটনায় ওই পিকআপের রেজিস্ট্রেশন স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
একই সঙ্গে পিকআপের মালিককে রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট ও চালকের ড্রাইভিং লাইসেন্সসহ ঢাকা মেট্রো-২ সার্কেলে তিন কার্যদিবসের মধ্যে উপস্থিত থাকতে বলা হয়েছে। অন্যথায় রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে বিআরটিএ।
সোমবার (১০ মার্চ) বিআরটিএ’র ঢাকা মেট্রো সার্কেল-২ এর উপপরিচালক সানাউল হকের ইস্যু করা এক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে এদিন সকালে বনানীতে পিকআপের চাকায় পিষ্ট হয়ে মিনা আক্তার নামে এক পোশাকশ্রমিক নিহত হন। ভিডিও ফুটেজে দেখা গেছে, রাস্তা পারাপারের সময় অন্য গাড়ি থামলেও পিকআপটি তাকে ধাক্কা দেয়। পরে তাকে পিষে চলে যায়।
এ ঘটনার প্রতিবাদে প্রায় ৭ ঘণ্টা সড়ক অবরোধ করেন পোশাক কারখানার শ্রমিকরা। এ অবরোধের কারণে বনানীসহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। তবে দুপুর দেড়টার দিকে সড়ক থেকে সরে যান বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।
বনানী থানা সূত্রে জানা যায়, সোমবার সকাল ৬টা ৪১ মিনিটের দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় কলাবাহী একটি পিকআপের চাপায় মিনা আক্তার নিহত হন। এর প্রতিবাদে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন। তারা বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ থেকে মহাখালীর আমতলী পর্যন্ত সড়কে অবস্থান নেন। এতে দুই পাশের সড়কে শত শত গাড়ি আটকে পড়ে।
পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলন চলাকালে সিসিটিভি ফুটেজ দেখে তেজগাঁও বাসস্ট্যান্ড থেকে পিকআপটি আটক করা হয়। তবে চালক পালিয়ে যান। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, রমজানের মধ্যে সড়ক অবরোধ করায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে দুপুর দেড়টার দিকে পুলিশের অনুরোধে সড়ক ছেড়ে দেন তারা।