স্বাধীনতা পুরস্কার

তালিকায় ওসমানীর নাম না থাকার ব্যাখ্যা দিলো সরকার

ডেস্ক রিপোর্ট
  ১১ মার্চ ২০২৫, ২৩:১১

বাংলাদেশ মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানীকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়ার বিষয়ে আলোচনার পরও ঘোষিত পুরস্কারের তালিকায় নাম না থাকার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে সরকার।
১১ মার্চ (মঙ্গলবার) প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, জেনারেল এম এ জি ওসমানী ১৯৮৫ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। অন্তর্বর্তী সরকার প্রাথমিকভাবে তাকে এবার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়ার বিষয়ে আলোচনা করেছিল। তবে দেশের সর্বোচ্চ পুরস্কার কোনো বাংলাদেশিকে একাধিকবার দেওয়ার কোনো নজির না থাকায় এ ধারণা পরিত্যাগ করা হয়।